করোনার বিরুদ্ধে লড়াই করতে বড় বড় বাসকে পরিণত করা হল অ্যাম্বুলেন্সে

ভারতে করোনা পরিস্থিতি ক্রমশ খারাপ হচ্ছে। তার জন্যে রাতারাতি লক ডাউন ঘোষিত হয়েছিলো। কিন্তু তাতেও যেন লাভ হয়নি মুম্বাইতে অবস্থা খুব খারাপ। তাই ওখানে পরিস্থিতি সামাল দেওয়ার জন্যে নাগরিক পরিবহন পরিষেবা বৃহন্নুম্বাই ইলেকট্রিক সাপ্লাই অ্যান্ড ট্রান্সপোর্ট ( বেস্ট ) উদ্যোগ, এর সাতটি এসি মিনি বাসকে  রোগীদের জন্য অ্যাম্বুলেন্সে রূপান্তরিত করা হয়েছে। আশা করা হচ্ছে এই বাস এলে সাধারণ মানুষের কিছু অন্তত সুবিধা হবে। আর করোনা রোধ করা সম্ভব হবে কিছুটা হলেও।

এই বাস গুলিতে করেছে সন্দেহভাজন করোনভাইরাস রোগীদের , বা যাদের কেবলমাত্র হালকা সংক্রমণ রয়েছে, তাদের কোভিড – 19 এর  কেয়ার সেন্টারে নিয়ে যেতে ব্যবহার করা হবে।

ইতিমধ্যেই সিট সরিয়ে ফেলা হয়েছে এবং গত তিন দিনে বেস্টের কর্মশালায় সাতটি বাসে বিশেষ ব্যবস্থা করা হয়েছে। গাড়িটির বাকি গাড়ি থেকে পৃথক ড্রাইভার কেবিনে একটি এয়ার-টাইট পার্টিশন স্থাপন করা হয়েছিল। আর এখানে সবাই দিনরাত মেহনত করছে কাজ চালানোর জন্যে। রূপান্তরিত কয়েকটি বাস ইতিমধ্যে পরিষেবাতে কাজে লাগানোর জন্যে জোর দেওয়া হয়েছে। কবে এই অভিশাপ বাঁধা পেড়িয়ে করোনা মুক্ত জীবন পাবেন মানুষ।

কেউই ভাবেনি একদিনের এভাবেই মৃত্যু ভয়ে ঘরে বসে কুঁড়ে কুঁড়ে মরতে হবে, না কেউই ভাবেনি এতো সুন্দর পৃথিবীটাও একদিন থমকে যাবে। কিন্তু হ্যাঁ তার মধ্যেই মানুষ রোজ স্বপ্ন দেখে। তবুও মানুষ এখন বাঁচার আশা ছাড়েনি। বেস্ট স্টাফরা প্রতিদিন তিনটি বাসকে অ্যাম্বুলেন্সে রূপান্তর করছে এবং আগামী সপ্তাহে ২০ টি মেক-শিফ্ট অ্যাম্বুলেন্স প্রস্তুত থাকবে।

সম্পর্কিত খবর