সোমবার থেকেই বন্ধ হবে এই জনপ্রিয় রুটের বাস! মাথায় হাত কলকাতা, শিলিগুড়ির যাত্রীদের

বাংলাহান্ট ডেস্ক :  মুর্শিদাবাদে অনির্দিষ্টকালের জন্য বেসরকারি বাস বন্ধ হতে চলেছে আগামী ২২ শে জানুয়ারি থেকে। মুর্শিদাবাদের বাস মালিক সংগঠন অনির্দিষ্টকালের জন্য বাস না চালানো সিদ্ধান্ত নিয়েছে। যাত্রীদের পরিষেবা দিতে গিয়ে বাস মালিকরা প্রতিদিন আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন। অটো ও টোটোর কারণে প্রতিদিন বাসের যাত্রী সংখ্যা কমে যাচ্ছে।

মুর্শিদাবাদ বাস মালিক সংগঠনের দাবি এই পরিস্থিতিতে পরিষেবা দেওয়া সম্ভব নয়। রঘুনাথগঞ্জ বাসস্ট্যান্ডে বৃহস্পতিবার সন্ধ্যায় বাস মালিক সংগঠন সভার আয়োজন করে। সেই সভায় আগামী ২২ শে জানুয়ারি থেকে অনির্দিষ্টকালের জন্য বাস ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। সংগঠনের সম্পাদক তপনকুমার অধিকারী মুখ খুলেছেন।

আরোও পড়ুন : UPSC-তে তাঁর মতো ভুল কেউ না করুক! বাঙালিদের পথ দেখাবে GSI-তে সপ্তম হওয়া জঙ্গলমহলের পার্থ

বলেছেন, ‘‘দীর্ঘ দিন ধরে আমাদের বাস চালাতে নানান সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। ভাড়া পাওয়া যায় না। এ ছাড়াও আরও অন্যান্য কারণে আমরা বাস ধর্মঘটের ডাক দিয়েছি। আমাদের প্রতিদিন নানান লোকসানের মধ্য দিয়েই বাস চালাতে হয়। এই পরিস্থিতে আমাদের পক্ষে বাস চালানো সম্ভব হচ্ছে না। এ বার আমাদের দাবি যত দিন না মানা হচ্ছে, তত দিন আমরা বেসরকারি বাস পরিষেবা বন্ধ রাখব।”

bus strike

বাস ধর্মঘটের ফলে মুর্শিদাবাদ থেকে কলকাতা ও শিলিগুড়ি যাওয়ায় সমস্যা সৃষ্টি হবে। বাস ধর্মটের ফলে চরম সমস্যায় পড়বেন যাত্রীরা। অন্তত এমনটাই মনে করছেন এক যাত্রী। জনৈক এক যাত্রীর বক্তব্য, “সরকারি বাস যে কোনও সময় পাওয়া যায় না। তাই ভরসা রাখতে হয় বেসরকারি বাসের উপরেই। বাস বন্ধ হয়ে গেলে চরম সমস্যার মুখোমুখি পড়তে হবে আমাদের। সরকারের উচিত সব পক্ষের সাথে কথা বলে সমাধান সূত্র বের করা।”

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর