শচীন তেন্ডুলকরের নামে মাকড়সার নামকরণ করে সকল কে চমকে দিলেন প্রজাপতি।

ধ্রুব প্রজাপতি ছোট থেকেই তিনি বিভিন্ন কীট পতঙ্গ নিয়ে নাড়াচাড়া করতে ভালোবাসতেন। ছোট বেলা থেকেই বড় হয়েছেন বিভিন্ন কীটপতঙ্গ নিয়ে। বড় হয়ে নিজের নেশাকেই তিনি পেশায় পরিণত করেছেন। বিভিন্ন কীটপতঙ্গ নিয়ে কাজকর্ম শুরু করেছেন আর এখন তিনি একজন প্রাণী বিজ্ঞানী। আর ধ্রুবর নেশাকে পেশায় পরিণত করতে সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছেন কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার শচীন তেন্ডুলকার। শচীনের কঠোর পরিশ্রম এবং হার না মানা মনোভাব ছোটো থেকেই অনুপ্রেরণা জুগিয়েছেন ধ্রুবর। আর তাই এই প্রাণিবিজ্ঞানী নতুন প্রজাতির মাকড়সা আবিস্কার করে তার নাম রাখলেন নিজের আইডল শচীন তেন্ডুলকরের নামে।

নতুন প্রজাতির মাকড়সা আবিস্কার করে ধ্রুব তার নাম দিয়েছেন ‘মারেঙ্গো শচীন তেন্ডুলকর।’ এই বিশেষ প্রজাতির মাকড়সা দেখা যাবে ভারতের গুজরাট, কেরল এবং তামিলনাড়ু রাজ্যে। অপরদিকে নিজের আবিষ্কৃত অপর এক মাকড়সার নাম রাখলেন কেরলের শিক্ষাবিদ সেন্ট কুড়িয়েকোস এলিয়াস চাভারের নামে।

267653607da7fddbbbe5f7a44a4e02e5d1e8c1cdf

গুজরাট ইকোলজিক্যাল এডুকেশন এন্ড রিসার্চ ফাউন্ডেশনের জুনিয়ার গবেষক হচ্ছেন ধ্রুব প্রজাপতি। ভারতের বিভিন্ন অঞ্চল ঘুরে ঘুরে নানান প্রজাতির মাকড়সা নিয়েই তার গবেষণা। আর এই কাজ করতে করতেই হঠাৎ করে খবরের শিরোনামে চলে এলেন ধ্রুব প্রজাপতি। এবার তিনি একেবারে নতুন প্রজাতির দুটি মাকড়সা আবিস্কার করে সকলকে চমক লাগিয়ে দিয়েছেন।

ধ্রুব প্রজাপতি জানিয়েছেন ছোটো থেকে মাষ্টার ব্লাস্টারের ক্রিকেট খেলা দেখে আমি বড় হয়েছি। শচীনের খেলা বরাবরই আমাকে অনুপ্রেরণা জুগিয়েছে। আর তাই আমার দুই নতুন আবিষ্কারের নাম শচীনের নামে দিতে পেরে আমি খুব খুশি। প্রাণী বিজ্ঞানী ধ্রুব প্রজাপতি জানিয়েছেন এখন পর্যন্ত এই দুই প্রজাতির মাকড়সা শুধুমাত্র গুজরাট, কেরল এবং তামিলনাড়ু রাজ্যেই দেখা গিয়েছে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর