‘ভীষণ যন্ত্রণা, ব্যালান্স পাচ্ছি না’, আদালতে কেষ্ট দুঃখের কাহিনী শোনাতেই যা বললেন বিচারক

   

বাংলাহান্ট ডেস্ক : সাম্প্রতিক অতীতে বহুবার আদালতে নিজের শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনের আবেদন করেছেন অনুব্রত মণ্ডল। কিন্তু প্রতিবারই তা খারিজ হয়ে গেছে। আসানসোলের বিশেষ সিবিআই আদালতের বিচারক রাজেশ চক্রবর্তী ফের একবার অনুব্রতকে উচ্চ আদালতের দ্বারস্থ হতে বললেন। ভার্চুয়ালি অনুব্রত মণ্ডল নিজের শারীরিক অসুস্থতার জন্য ফের একবার জামিনের আবেদন করেন।

তবে এদিন আসানসোল আদালতের বিচারপতি স্পষ্ট ভাষায় জানিয়ে দেন, অনুব্রতকে যদি কলকাতা হাইকোর্ট জামিন দেয় তবেই তিনি দুপক্ষের কথা শুনে সিদ্ধান্ত গ্রহণ করবেন। অন্যদিকে বিচারপতি এদিন অনুব্রত মণ্ডলকে ভালো চিকিৎসা করানোর আশ্বাস দিয়েছেন। আজ আসানসোল আদালতে বেলা বারোটা নাগাদ শুরু হয় অনুব্রতর ভার্চুয়াল শুনানি।

প্রথমে অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) সাথে কথা বলেন আসানসোল আদালতের বিচারক। এরপর বিচারপতি অনুব্রত মণ্ডলের স্বাস্থ্যের কথা জানতে চান। বিচারপতির প্রশ্নের জবাবে অনুব্রত বলেন চিকিৎসা ভালো হচ্ছে না। নানা ধরনের শারীরিক সমস্যা রয়েছে তার। এছাড়াও অনুব্রত বিচারককে জামিনের ব্যবস্থা করার আবেদন জানান।

অনুব্রতর আবেদনের ভিত্তিতে বিচারপতি বলেন, “কলকাতা হাইকোর্ট আপনার জামিনের আবেদন খারিজ করেছে। কলকাতা হাইকোর্টে আগে যদি জামিন পান তাহলে দু পক্ষের কথা শুনে আমি সিদ্ধান্ত নেব। আমি জেল কর্তৃপক্ষকে আপনার সুচিকিৎসার ব্যবস্থা করতে বলবো।” এরপর কাতর সুরে বিচারককে অনুব্রত বলেন, “খুব ব্যথা শরীরে। ব্যালেন্স পাচ্ছিনা।”

anubrata mondal

এরপর বিচারপতি সহানুভূতির সুরে বলেন, “বুঝতে পারছি। আগেও বলেছি, আবারও বলে দেব আপনার চিকিৎসার উপযুক্ত ব্যবস্থা করতে।” আজ আসানসোল আদালতের বিচারপতি অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সহগল হোসেনের সাথেও কথা বলেন। অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী গরু পাচার মামলায় বর্তমানে রয়েছেন তিহাড় জেলেই।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর