খরচ মাত্র ৮৭ টাকা! কলকাতা টু সুন্দরবন জার্নি এবার আরোও সহজ, নয়া উদ্যোগ SBSTC’র

বাংলাহান্ট ডেস্ক : স্বাধীনতা দিবস উপলক্ষে সরকারের পক্ষ থেকে বিভিন্ন ধরনের প্রকল্পের উদ্বোধন করা হয়। SBSTC যেন দেশের ৭৭ তম স্বাধীনতা দিবসে সেরকমই একটি উপহার দিল পর্যটকদের। এবার খুব সহজেই অল্প খরচায় বাসে করে কলকাতা (Kolkata) থেকে চলে যেতে পারবেন সুন্দরবন (Sundarban)।

দক্ষিণবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন নিগম (SBSTC) এর এই উদ্যোগের ফলে মাত্র ৮৭ টাকায় কলকাতা থেকে যাওয়া যাবে সুন্দরবনে। নতুন এই বাস পরিষেবার উদ্বোধন হয় গত মঙ্গলবার। এই বাসটি কলকাতার ধর্মতলা থেকে ছেড়ে সুন্দরবনের প্রত্যন্ত অঞ্চল মৈপিঠ যাবে। আবার মৈপিঠ থেকে সেটি আসবে কলকাতার ধর্মতলায়।

রাজ্যের পরিবহন প্রতিমন্ত্রীর দিলীপ মন্ডল এদিন আরম্ভ করেন এই বাসযাত্রার। কুলতলির বিধায়ক গণেশ মণ্ডল সহ অন্যান্যরাও ছিলেন এই উদ্বোধনী অনুষ্ঠানে। স্থানীয় বাসিন্দারা দীর্ঘদিন ধরেই দাবি জানাচ্ছিলেন মৈপিঠ থেকে কলকাতার সরাসরি বাস পরিষেবার। দুই এলাকার বাসিন্দারা সমস্যার মধ্যে পড়েছেন বলেও জানা গিয়েছে।

আরোও পড়ুন : ভুল করেও এই সবজির পাশে রাখবেন না পেঁয়াজ! হয়ে যেতে পারে মারাত্মক ক্ষতি

স্থানীয় সূত্রের খবর, মৈপিঠের সব থেকে কাছের রেল স্টেশন প্রায় ৫০ কিলোমিটার দূরে অবস্থিত। এক্ষেত্রে যারা মৈপিঠ যান বা সেখান থেকে কলকাতা আসেন তাদের বাসে করে পৌঁছতে হয় কাছের জয়নগর স্টেশন। তারপর সেখান থেকে ট্রেন ধরে ফিরতে হয় কলকাতা। এক্ষেত্রে পর্যটক ও স্থানীয় বাসিন্দা দুই পক্ষের সুবিধা হবে বলে আশা ছিল তাদের।

sbstc 1

মৈপিঠ থেকে এই বাসটি প্রতিদিন সকাল ছয়টার সময় কলকাতার উদ্দেশ্যে ছাড়বে। একশ কুড়ি কিলোমিটার দীর্ঘ এই পথের জন্য যাত্রীদের ভাড়া দিতে হবে মাত্র ৮৭ টাকা। অপরদিকে কলকাতার ধর্মতলা থেকে এই বাস মৈপিঠের উদ্দেশ্যে বিকেল সাড়ে চারটের সময় ছাড়বে। এক্ষেত্রেও ভাড়া থাকবে একই টাকা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর