বিসিসিআই এর কাছে প্রাপ্য ১৫ কোটি টাকা চেয়ে চিঠি পাঠালো সিএবি।

ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই কাছে বহুদিন ধরে বেশ কিছু টাকা পায় বেঙ্গল ক্রিকেট অ্যাসোসিয়েশন। এবার সেই টাকা চেয়ে জোরদার দাবি জানান বেঙ্গল ক্রিকেট বোর্ড অর্থাৎ সিএবি প্রেসিডেন্ট অভিষেক ডালমিয়া, সচিব স্নেহাসিশ গাঙ্গুলি।

সিএবি সচিব স্নেহাসিশ ডালমিয়ার তরফেই জানানো হয়েছে যে দীর্ঘদিন ধরে অর্থাৎ দীর্ঘ তিন চার বছর ধরে বেঙ্গল ক্রিকেট বোর্ডের পাওনা টাকা ঠিকঠাক ভাবে দিচ্ছে না বিসিসিআই। শুধুমাত্র বেঙ্গল ক্রিকেট সংস্থাই নয় বিসিসিআই এর সাথে যুক্ত আরও বেশ কয়েকটি সংস্থাকে ঠিকমতো টাকা দেওয়া হচ্ছে না। মাঝে মাঝে অল্প পরিমাণ টাকা দিয়ে শুধুমাত্র কাজ চালানোর ব্যবস্থা করে দেওয়া হচ্ছে। আর সেই কারণে এবার বাধ্য হয়ে প্রাপ্য টাকা চেয়ে বিসিসিআই কে চিঠি দেওয়া হয়েছে। চিঠি পাওয়ার পর টাকার হিসাব চেয়েছে বিসিসিআই। তার ভিত্তিতে ইউটিলাইজেশন সার্টিফিকেট পাঠিয়ে দিয়েছে সিএবি। সিএবির তরফে জানানো হয়েছে দশ দিনের মধ্যে যদি বকেয়া টাকা না মেটানো হয় তাহলে আরো কড়া চিঠি দেওয়া হবে বিসিসিআইকে।

50277772ede6d5f7984af95b02842a1f803257fd7a102dadb80c648bd71195c498d22a3a

বিসিসিআই এর কাছে বকেয়া টাকা না পাওয়ার কারণে তাদের অনুমোদিত ক্লাবগুলিকে এবং বাংলার ক্রিকেটারদের ঠিকমতো টাকা দিতে পারছে না সিএবি। আর সেই কারণেই একপ্রকার বাধ্য হয়েই প্রাপ্য টাকা চেয়ে বিসিসিআইকে চিঠি পাঠালো সিএবি কর্মকর্তারা। সিএবি সচিব অভিষেক ডালমিয়া জানিয়েছেন বিসিসিআই তাদের প্রাপ্য টাকা দিয়ে দিলেই সবার বকেয়া টাকা দিতে শুরু করে দেবে সিএবি।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর