নাগরিকত্ব সংশোধনী বিল: এই বিলে নিঃস্বার্থ ভাবে মতুয়াদের জন্য কিছু করা হয়নি, ক্ষুব্ধ মমতাবালা ঠাকুর

বাংলা হান্ট ডেস্ক :  নাগরিকত্ব সংশোধনী বিলকে সমর্থন করেনি অনেকেই। কেন্দ্রের এই বিলের জন্য বিজেপি নেতারাও টার্গেট হয়েছেন সাধারণ মানুষের। তাই তো দেশজুড়ে প্রতিবাদের আগুন উস্কে উঠেছে। অসম থেকে ত্রিপুরা আবার মিজোরামে শুধু ক্যাব বিরোধী স্লোগান ও বিক্ষোভ মিছিল। তবে এই বিলকে সমর্থন করছে না রাজ্যের অন্যপ্রান্তে থাকা মতুয়া পরিবার। হ্যাঁ,এমনটাই বলছেন মতুয়া পরিবারের বর্ষীয়ান সদস্যা তথা মতুয়া মহা সংঘের প্রধান মমতা বালা ঠাকুর।

তাঁর কথায় তাঁর শ্বশুর ও শাশুড়ি মা সকলেই এই মতুয়াদের নাগরিকত্বের দাবিতে প্রাণপন লড়াই চালিয়েছে অথচ মেলেনি সুফল। এমনকি তাঁদের নিঃশ্বার্থ ভাবে নাগরিকত্বের দাবিতেও সিলমোহর পড়েনি। তাইযারা এদেশে এসেছে তাঁদের নথি দেখিয়ে নাগরিকত্ব নিতে হবে এর বিরুদ্ধেই কথা বলেছেন তিনি। পাশাপাশি, তিনি আরও বলেন, এই বিল সাধারণ মানুষের পক্ষে বোঝা অত্যন্ত কঠিন তাই এই বিল তাঁরা মনছেন না।mamatabala takur 1280x720 1

পাশাপাশি তিনি নিঃস্বার্থ নাগরিকত্বের দাবি তোলেন।  বুধবার সিএবি পাশ হওয়ার পর বৃহস্পতিবার উত্তর ২৪ পরগনার ঠাকুর নগরে নিজের বাসভবনে আন্দোলন নিয়ে স্মৃতিচারনা করে বিলের বিপক্ষেই কথা বললেন। যেহেতু জন্মসূত্র নিয়ে কিছু বলা হয়নি তাই তাঁদের পক্ষে এই বিল কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব নয় বলে জানান মমতাবালা ঠাকুর।

অন্যদিকে নাগরিকত্ব সংশোধনী বিলের প্রতিবাদে বৃহস্পতিবার সরাসরি বিজেপি ছাড়ার ব্যাপারে ইঙ্গিত দিলেন প্রাক্তন মন্ত্রী হুমায়ুন কবীর। তাই বৃহস্পতিবার শক্তিপুরে নিজের বাড়িতে বসেই প্রাক্তন মন্ত্রী জানিয়েই ছিলেন নাগরিকত্ব সংশোধনী বিল নাকি মানুষের স্বার্থের খাঁড়ার মতো নেমে আছে তাই তিনি বিজেপিতে থাকছেন না।

সম্পর্কিত খবর