ভোট পরবর্তী হিংসা মামলায় হাইকোর্টে সপাটে চড় খেল রাজ্য সরকার

বাংলা হান্ট ডেস্কঃ ভোট পরবর্তী হিংসা নিয়ে কলকাতা হাইকোর্টে দায়ের হওয়া একটি মামলায় বিচারকরা জাতীয় মানবাধিকার কমিশনের একটি কমিটি গঠন করে তদন্তের নির্দেশ দিয়েছিল। সেই নির্দেশ খারিজের আর্জি নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছিল রাজ্য সরকার। আজ মামলার শুনানিতে রাজ্যের স্থগিতাদেশ জারি করার আর্জি খারিজ করল কলকাতা হাইকোর্ট। ভারপ্রাপ্ত বিচারপতির নেতৃত্বাধীন ৫ বিচারকের বৃহত্তর বেঞ্চে এই মামলার শুনানি হয়। রাজ্যের আবেদন শোনার পর তা খারিজ করে দেন তাঁরা।

আদালত যুক্তি হিসেবে দেখায়, রাজ্যকে এর আগে সুযোগ দেওয়া হয়েছিল, তখন তাঁরা কাজ করেনি। আর এই কারণেই জাতীয় মানবাধিকার কমিশনের হাতে তদন্তের দায়ভার দেওয়া হয়েছে। আগামী ৩০ জনের মধ্যে তাঁরাই রিপোর্ট জমা করবে।

গত রবিবার ভোট পরবর্তী হিংসার অভিযোগ নিয়ে কলকাতা হাইকোর্টে আবারও একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়। দায়ের হওয়া সেই মামলার জেরে রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছিল আদালত। ভোট পরবর্তী হিংসার তদন্তে জাতীয় মানবাধিকার কমিশনকে একটি কমিটি গঠন করার নির্দেশ দিয়েছিল আদালত। আর সেই নির্দেশের বিরুদ্ধে আদালতে পাল্টা হলফনামা দাখিল করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু আজ তা খারিজ হয়ে যায়।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর