অতিচালাকি বরদাস্ত করব না! পুলিশে ED-র বিরুদ্ধে কুন্তলের অভিযোগ নিয়ে ক্ষুব্ধ বিচারপতি গাঙ্গুলি

বাংলা হান্ট ডেস্কঃ বাংলার নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) মামলায় বর্তমানে জেলবন্দি হুগলীর প্রাক্তন যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ (Kuntal Ghosh)। আর জেলবন্দি অবস্থাতেই কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ কুন্তলের। যা নিয়ে রীতিমতো তোলপাড় রাজ্য-রাজনীতি।

আদালত এবং প্রকাশ্যে বারবার কেন্দ্রীয় এজেন্সি ইডি ও সিবিআই এর বিরুদ্ধে অভিযোগ তোলার পর, এবার একেবারে নালিশ জানিয়ে কলকাতা পুলিশের (Kolkata Police) দ্বারস্থ হয়েছেন বহিষ্কৃত তৃণমূল নেতা কুন্তল ঘোষ। সূত্রের খবর, প্রেসিডেন্সি জেলের সুপারের মাধ্যমে হেস্টিংস থানায় অভিযোগ জানিয়েছেন তিনি। তার অভিযোগ, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা তার মুখ দিয়ে জোর করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলানোর চেষ্টা করছে।

এর আগেও বারবার কুন্তলের মুখে উঠে এসেছে এই অভিযোগ। কেন্দ্রীয় এজেন্সির বিরুদ্ধে একাধিকবার অভিযোগ তুলে তিনি বলেছেন, তদন্তকারী অফিসাররা তৃণমূলের নেতাদের নাম তলার জন্য তার ওপর চাপ সৃষ্টি করছে। সর্বোপরি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম বলার জন্য তার ওপর সব থেকে বেশি চাপ দিচ্ছে কেন্দ্রীয় এজেন্সি।

justice ganguly

এবার কুন্তলের সেই অভিযোগপত্রের ভিত্তিতে নিম্ন আদালত কিংবা পুলিশ কোনও পদক্ষেপ করতে পারবে না, ঠিক এমনই অন্তর্বর্তী নির্দেশ জারি করল কলকাতা হাই কোর্ট। কেন্দ্রীয় সংস্থার বিরুদ্ধে হেস্টিংস থানা ও আলিপুর আদালতে কুন্তল ঘোষের অভিযোগপত্র দেখতে চেয়ে কলকাতা হাই কোর্টের কাছে গিয়েছে ইডি। তদন্তকারীদের বিরুদ্ধে ধৃত কুন্তল ঠিক কি অভিযোগ করেছেন, সেই বিষয়েও জানতে চাওয়া হয় আদালতে।

এদিন এই নিয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Gangopadhyay) দৃষ্টি আকর্ষণ করেন ইডি’র আইনজীবী। তদন্তকারীর আইনজীবীর দাবির পরিপ্রেক্ষিতে নিম্ন আদালতে জমা দেওয়া কুন্তল ঘোষের অভিযোগপত্র দক্ষিণ ২৪ পরগনার জেলা বিচারককে পেশ করার জন্য নির্দেশ দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। বুধবারের মধ্যেই তা পেশ কোর্টে হবে বলে নির্দেশ।

শুধু তাই নয়, হেস্টিংস থানার অভিযোগপত্রও হাই কোর্টে পেশ করার জন্য কলকাতার পুলিশ কমিশনারকে পেশ করার জন্য এদিন নির্দেশ দিয়েছেন বিচারপতি। ডেডলাইন দুপুর ৩টে। এই প্রসঙ্গে বিচারপতি বলেন, “এটা মারাত্মক প্রবণতা। তদন্তকারী আধিকারিকদের হুমকি দেওয়া এবং তদন্তের গতি স্তব্ধ করার জন্য এসব করা হচ্ছে। ন্যায়বিচারের স্বার্থে এসব বন্ধ করতে হবে। এই অতিচালাকি বরদাস্ত করা যাবে না।”

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর