কালীঘাটের কাকুকে নিয়ে এবার বিরাট নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট! শোরগোল

বাংলা হান্ট ডেস্কঃ নিয়োগ দুর্নীতি মামলায় একাধিক নেতা-মন্ত্রী, সরকারি অধিকারিকদের পাশাপাশি গ্রেফতার হয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংস্থার কর্মচারী সুজয়কৃষ্ণ ভদ্র (Sujoy krishna Bhadra) ওরফে কালীঘাটের কাকু (Kalighater Kaku)। ইডির (Enforcement Directorates) হাতে গ্রেফতার হওয়ার পর থেকে জেলে কম হাসপাতালে বেশি থেকেছেন সুজয়কৃষ্ণ। বারংবার এসএসকেএম তরফে জানানো হয়েছে কাকুর শারীরিক অবস্থা ঠিক নেই। এরই মাঝে এবার কালীঘাটের কাকুর আর্জির ভিত্তিতে তার শারীরিক পরীক্ষার জন্য পিজিকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিল হাই কোর্ট (Calcutta High Court)।

বুধবার হাই কোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ এসএসকেএম হাসপাতালকে নিয়োগ দুর্নীতির অন্যতম অভিযুক্ত সুজয়কৃষ্ণের শারীরিক পরীক্ষার করতে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিয়েছেন। মেডিক্যাল বোর্ড চাইলে সংশোধনাগারে গিয়ে সুজয়কৃষ্ণের শারীরিক পরীক্ষা করতে পারবে বলে জানিয়েছে আদালত।

গ্রেফতার হওয়ার পর থেকেই নানা রোগে ভুগছেন সুজয়কৃষ্ণ। সম্প্রতি বুকে ব্যথার কারণে দক্ষিণ কলকাতার এক বেসরকারি হাসপাতালে এমপিআই টেস্ট করতে চেয়ে হাই কোর্টে আবেদন জানিয়েছিলেন তিনি। যদিও ভদ্রের সেই আবেদনের বিরোধীতা করে ইডি। এরপর এসএসকেএম পিজিকে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দেয় হাইকোর্ট।

প্রসঙ্গত, এই কালীঘাটের কাকুর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ নিয়েই দীর্ঘদিন টানাপোড়েন চলে। দীর্ঘ চার মাস বহু টানাপোড়েন, হুলস্থুলের পর গত জানুয়ারি মাসের শুরুর দিকে সুজয়কৃষ্ণ ভদ্রর কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করেছে ইডি। গত মাসে ইডির একটি সূত্র মারফত জানা গিয়েছে, সম্প্রতি তাদের হাতে কাকুর কণ্ঠস্বরের নমুনার সেই রিপোর্ট এসে পৌঁছেছে। যদিও সেই রিপোর্টে কী এসেছে, নমুনার গলার সাথে সুজয়বাবুর বর্তমান কণ্ঠের মিল খুঁজে পাওয়া গিয়েছে কী না সেই নিয়ে এখনও মুখ খোলেনি কেন্দ্রীয় এজেন্সি।

kaku ed

আরও পড়ুন: ইদের অনুষ্ঠানে ‘অর্জুন সিং জিন্দাবাদ’ শুনে কাঁচুমাচু পার্থ! তারপরই যা হল…তুমুল ভাইরাল ভিডিও

ওদিকে সম্প্রতি অসুস্থতার কারণ দেখিয়ে কলকাতা হাই কোর্টে জামিনের আর্জি জানিয়েছেন সুজয়কৃষ্ণ। সেই মামলার শুনানিতেই কলকাতা হাই কোর্টে কাকুর স্বাস্থ্য রিপোর্ট জমা দেন SSKM কর্তৃপক্ষ। মেডিক্যাল রিপোর্টে সুজয়বাবু ‘আনফিট’ বলে দাবি করেছে হাসপাতাল কর্তৃপক্ষ। এসবের মাঝেই এবার সুজয়কৃষ্ণের শারীরিক পরীক্ষার করতে মেডিক্যাল বোর্ড গঠনের নির্দেশ দিল হাইকোর্ট।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর