কেকে’র মৃত্যু নিয়ে হাইকোর্টে ধাক্কা খেল রাজ্য! হলফনামা পেশের নির্দেশ আদালতের

বাংলাহান্ট ডেস্ক : বলিউডের (Bollywood) নাম করা সঙ্গীতশিল্পী কেকে’র (KK) মৃত্যু হয় কলকাতার (Kolkata) নজরুল মঞ্চের অনুষ্ঠানে। অনুষ্ঠান চলাকালীনই হৃদরোগে আক্রান্ত হন তিনি। তারপরই হোটেলের ঘরেই তাঁর মৃত্যু হয়েছিল বলে জানা যায়। মৃত্যুকে ঘিরেই সৃষ্টি হয়েছে একাধিক বিতর্ক। কলকাতা উচ্চআদালতে (Calcutta High Court) দায়ের করা হয় জনস্বার্থ মামলাও।

আর তারপরই কলকাতা হাইকোর্টের কাছে কেকের মৃত্যু নিয়ে সিবিআই (Central Bureau of Investigation) তদন্তের আর্জি জানান মামলাকারীরা। এদিন আদালতে এই মামলার শুনানি ছিল। মামলাকারীদের তরফ থেকে আজ আরও একবার সিবিআই তদন্তের আবেদন জানানো হয় আদালতে। জানা যাচ্ছে রাজ্য সরকারের কাছ থেকে হলফনামাও দাবি করেছে আদালত। ৪ সপ্তাহ পরে এই মামলার শুনানি হবে বলে খবর।

কেকে মামলার আইনজীবী জানান, বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলার শুনানি হয়। সঙ্গীতশিল্পীর মৃত্যুর তদন্ত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা দায়িত্বে দেওয়া হোক এমনই দাবি করা হয়েছে মামলাকারীদের তরফ থেকে। আদালত সূত্রে জানা যাচ্ছে, বিচারপতির এজলাসে প্রশ্ন তোলা হয় একটা কলেজের ছাত্র সংসদের কাছে এত টাকা আসে কোথা থেকে? শুধুমাত্র কলেজ ফেস্ট করার জন্য কে দেয় তাদের এই বিরাট অংকের টাকা? যে কলেজের অনুষ্ঠানে এই মর্মান্তিক ঘটনা ঘটে সেই কলেজে কোনওরকম ইউনিয়ন নেই। ভোটও হয় না। তাহলে এই বিরাট অংকের টাকা এলো কোথা থেকে?

আদালতের পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়, আগামী দুই সপ্তাহের মধ্যেই রাজ্য সরকারকে হলফনামা জমা দিতে হবে। চার সপ্তাহ পরে সেই হলফনামা দেখে আবার এই মামলার শুনানি হবে বলেই জানা যাচ্ছে।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর