নয়া অধ্যায়ের সূচনা! এবার ঘরে বসেই দেখবেন প্রধান বিচারপতির এজলাসের শুনানি, জানুন কিভাবে

বাংলা হান্ট ডেস্কঃ যুগান্তকারী পদক্ষেপ কলকাতা হাইকোর্টের (Calcutta High Court)। এই সপ্তাহ থেকেই কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসের শুনানি (Chief Justice Court Proceedings) শোনা যাচ্ছে আদালতের অফিশিয়াল ওয়েবসাইট এবং ইউটিউব চ্যানেলে। হচ্ছে লাইভ স্ট্রিমিং (Live Streaming)। তবে এই প্রথম নয় এর আগেও কলকাতা হাইকোর্টে এক মামলার সময় বিচারপতি সঞ্জীব বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি কৌশিক চন্দের বেঞ্চ মামলাকারীর আবেদনের ভিত্তিতে শুনানির লাইভ সম্প্রচার করার অনুমতি দিয়েছিলেন।

প্রসঙ্গত, পূর্বে স্বপ্নিল ত্রিপাঠি বনাম শীর্ষ আদালতের এক রিট পিটিশনের ভিত্তিতে ২০১৭ সালে সুপ্রিম কোর্টের তৈরী গাইডলাইনের সঙ্গে সামঞ্জস্য রেখেই কলকাতা হাইকোর্টের তরফে এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। সেই সময় সুপ্রিম কোর্ট তরফে বলা হয়েছিল, ‘বিচার বিভাগের ক্ষেত্রে প্রযুক্তির সঙ্গে দ্রুত গতিতে এগিয়ে চলার প্রয়োজন রয়েছে। প্রযুক্তিগত সুবিধাকে গ্রহণ করা হলে, আমরা বিচার ব্যবস্থার প্রক্রিয়ার প্রতি আস্থাকে আরও বৃহত্তর মাত্রায় পৌঁছে দেওয়া যাবে।”

সুপ্রিম কোর্টের মতানুসারে, ” যদি সেরকম সুবিধাজনক ব্যবস্থা থাকে, তাহলে প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে হাইকোর্ট এবং জেলা আদালতগুলি উভয়ক্ষেত্রেই লাইভ স্ট্রিমিং-এর বিষয়টি বিবেচনা করে দেখতে পারে। হাইকোর্টে উপযুক্ত নিয়ম-বিধি চালু করে এই পদ্ধতি নির্ধারণ করতে পারে।’

high court

এবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির এজলাসের শুনানি সরাসরি সম্প্রচার করার পদক্ষেপ নেওয়া হল। আদালতের এই পদক্ষেপের বেশ গুরুত্ব রয়েছে বলেই মনে করছে বিশেষজ্ঞ মহল। পূর্বে ২০২০ সালেও এক পার্সি মহিলার মামলার শুনানি লাইভ স্ট্রিমিং-এর অনুমতি দিয়েছিল আদালত। তবে কেবল হাইকোর্ট নয়, করোনার পর থেকে সুপ্রিম কোর্টেও মামলার শুনানিতে ক্ষেত্রে লাইভ স্ট্রিমিং করা হয়।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর