বাড়াতে হবে শেষ মেট্রোর সময়সীমা? যাত্রী সুবিধায় বিরাট নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট

বাংলা হান্ট ডেস্কঃ সদাব্যস্ত এই জীবনে রাত ক্রমেই ছোট হয়ে আসছে। তবে মেট্রো কর্তৃপক্ষ সেই বিষয়ে উদাসীন! সেই কারণে শেষ মেট্রোর সময়সীমা বৃদ্ধির আবেদন জানিয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) জনস্বার্থ মামলা করেন আকাশ শর্মা নামের এক ব্যক্তি। সেই মামলার প্রেক্ষিতেই শেষ মেট্রোর সময়সীমা বৃদ্ধি নিয়ে কলকাতা মেট্রোকে (Kolkata Metro) বিবেচনা করতে বলল আদালত ।

বৃহস্পতিবার হাই কোর্টে এই মামলার শুনানি ছিল। এদিন প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ বলে, এদেশের অন্যান্য শহরে রাত ১১টি অবধি মেট্রো পরিষেবা পাওয়া যায়। এদিকে কলকাতায় (Kolkata) প্রচুর মানুষ কাজ করেন। তাঁদের মধ্যে অনেকের বাড়ি আবার কলকাতা থেকে দূরে। তাই সেই যাত্রীদের কথা ভেবে শেষ মেট্রো সময়সীমা বৃদ্ধি করা যায় কিনা সেই বিষয়ে বিবেচনা করতে বলল আদালত।

বৃহস্পতিবার এই মামলাটি নিষ্পত্তি করার পাশাপাশি হাই কোর্টের নির্দেশ, কলকাতা মেট্রো (Kolkata Metro Rail Corporation) এই বিষয়ে কী সিদ্ধান্ত নিয়েছে তা জনস্বার্থ মামলাকারীকে আগামী ৪ সপ্তাহের মধ্যে জানিয়ে দিতে হবে। এদিন শুনানি চলাকালীন আবেদনকারীর আইনজীবী বলেন, ‘কলকাতা মেট্রোর ব্লু লাইনে রাত ১০:৩০টা নাগাদ শেষ মেট্রো ছাড়ে। যে কারণে বহু অফিসযাত্রীর অসুবিধার সম্মুখীন হন। হাই কোর্টে কর্মরত বহু মানুষও সমস্যায় পড়েন’।

আরও পড়ুনঃ ভোটের আবহে সরকারি দফতরে গুলিবর্ষণ! চাঞ্চল্যকর ঘটনা হাওড়ায় 

একথা শুনে প্রধান বিচারপতি বলেন, ‘এটা ভীষণ দরকারি একটা আবেদন। যাত্রীদের কথা ভেবে কলকাতা মেট্রোকে এই বিষয়টি বিবেচনা করতে হবে’। এদিকে কলকাতা মেট্রোর তরফ থেকে জানানো হয়, প্রযুক্তিগত কিছু ত্রুটির কারণে শেষ মেট্রো সময়সীমা বৃদ্ধি করা হচ্ছে। কিন্তু এদেশের অন্যান্য কোনও শহরেই এত তাড়াতাড়ি মেট্রো পরিষেবা বন্ধ করে দেওয়া হয় না? এই বিষয়ে কোনও সদুত্তর দিতে পারেনি কলকাতা মেট্রো কর্তৃপক্ষ।

Calcutta High Court

উল্লেখ্য, তাড়াতাড়ি পরিষেবা বন্ধ করাই শুধু নয়, দেরি করে মেট্রো চলাচল শুরুর অভিযোগ রয়েছে তিলোত্তমায়। দিল্লি সহ এদেশের বহু শহরে অনেক সকাল থেকে মেট্রো চলাচল শুরু হয়ে যায়। অন্যদিকে এই শহরে প্রথম মেট্রো চলে সকাল ৬:৫০ মিনিটে। যে কারণে ভোরবেলা কলকাতায় আসা বহু মানুষই মেট্রো পরিষেবা পান না। রাতের বেলাতেও তাড়াতাড়ি পরিষেবা বন্ধ করে দেওয়ার অভিযোগ রয়েছে। এবার দেখা যাক, সেই সময়ে কোনও পরিবর্তন আসে কিনা।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর