বাংলা হান্ট ডেস্কঃ আরজি করে কাণ্ডের (RG Kar Case) পর রাজ্যের নানান মেডিক্যাল কলেজ থেকে হুমকি সংস্কৃতি বা থ্রেট কালচারের অভিযোগ সামনে আসতে থাকে। চিকিৎসক ধর্ষণ খুনের এই ঘটনার মাস দুয়েকের মাথায় ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের ডাক্তার দীপ্র ভট্টাচার্যের রহস্যমৃত্যু হয়। ইতিমধ্যেই এই জল গড়িয়েছে কলকাতা হাইকোর্ট (Calcutta High Court) অবধি। এবার সেই মামলাতেই রাজ্যের রিপোর্ট তলব করল প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানমের (Justice TS Sivagnanam) ডিভিশন বেঞ্চ।
কী কী নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট (Calcutta High Court)?
ঝাড়গ্রাম মেডিক্যাল কলেজ ও হাসপাতালের রেসিডেন্ট ডক্টর ছিলেন প্রয়াত দীপ্র ভট্টাচার্য। তাঁর মৃত্যুর পরেও হুমকি সংস্কৃতির অভিযোগ সামনে আসতে থাকে। বৃহস্পতিবার জনস্বার্থ মামলাকারীর আইনজীবী বলেন, প্রয়াণের দিন ওই ডাক্তার নিজের ফোন থেকে দু’টি মেসেজ পাঠিয়েছিলেন। এর মধ্যে একটি মেসেজ পাঠিয়েছিলেন নিজের স্ত্রী এবং অন্যটি পাঠান সহপাঠী চিকিৎসকদের। সেই মেসেজে হাসপাতালের হুমকি সংস্কৃতি নিয়ে স্বজনপোষণের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিয়েছিলেন তিনি।
এই মামলার শুনানিতে হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি টি এস শিবজ্ঞানম বলেন, হুমকি সংস্কৃতি ও অন্যান্য ইস্যু সংক্রান্ত বিষয়গুলি বর্তমানে সুপ্রিম কোর্টে বিচারাধীন। এর পাশাপাশি এই মামলায় রাজ্যের রিপোর্ট তলব করেছে আদালত। আগামী দু’সপ্তাহের মধ্যে মুখবন্ধ খামে এই রিপোর্ট জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুনঃ ঘূর্ণাবর্তের জেরে ফের বৃষ্টি! পাহাড়ে হবে তুষারপাত! একনজরে বাংলার আবহাওয়ার খবর
এদিন রাজ্যের আইনজীবী শীর্ষণ্য বন্দ্যোপাধ্যায় বলেন, ‘এই চিকিৎসকের সঙ্গে তাঁর স্ত্রীয়ের সম্পর্ক ভালো ছিল না। তাঁদের হোয়্যাটসঅ্যাপ চ্যাটের ভিত্তিতে এমন সন্দেহ। সেখানে বারবার তিনি চরম পদক্ষেপ নেবেন বলে বলেছেন- এই ধরণের বক্তব্য পাওয়া যাচ্ছে। তদন্ত করে খতিয়ে দেখা হচ্ছে। এখনও সিএফএসএলের রিপোর্ট আসেনি’।
এর প্রেক্ষিতে হাইকোর্টের (Calcutta High Court) প্রধান বিচারপতি মামলাকারীর আইনজীবীকে বলেন, প্রয়াত চিকিৎসকের স্ত্রীকে এই মামলায় যুক্ত করা দরকার। তাঁর কিছু বলার থাকতে পারে। একইসঙ্গে বিচারপতি শিবজ্ঞানম বলেন, ‘তবে পরিবারের গোপনীয়তা বজায় রাখা দরকার। মৃতের স্ত্রী একজন নার্স। ফলে তাঁর ওপর চাপ তৈরি হতে পারে। সেটাও মাথায় রাখা দরকার’। এই বিষয়ে পরিবারের সঙ্গে আইনজীবী কথা বলে দেখতে পারে বলে পরামর্শ দিয়েছেন প্রধান বিচারপতি।