এবার এক ফোনেই সমস্যার সমাধান! রেশন কম পেলেই অভিযোগ জানান এই নম্বরগুলোতে

বাংলাহান্ট ডেস্ক : রেশন কার্ড (Ration Card) প্রত্যেক নাগরিকের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নথি। পাশাপাশি এই রেশন কার্ডের মাধ্যমে আমরা সরকারি বিভিন্ন সুযোগ সুবিধা উপভোগ করি। ক্যাটেগরি অনুযায়ী সরকারের পক্ষ থেকে বিভিন্ন সময় বিনামূল্যে খাদ্য সামগ্রী দেওয়া হয় রেশন কার্ডের মাধ্যমে।

জাতীয় খাদ্য সুরক্ষা আইনের অধীনে দেশের গ্রামাঞ্চলের ৭৫ শতাংশ ও শহরের ৫০ শতাংশ দুঃস্থ পরিবারকে দেওয়া হয় বিনামূল্যে রেশন। পশ্চিমবঙ্গে গত ফেব্রুয়ারি মাস থেকে পরিবার পিছু বিনামূল্যে ২১ কিলো পর্যন্ত চাল ও ১৪ কিলো পর্যন্ত গম দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গে পাঁচ ধরনের রেশন কার্ড প্রচলিত আছে। ক্যাটেগরি অনুযায়ী উপভোক্তা রেশন কার্ডের মাধ্যমে ৩ থেকে ২১ কিলো পর্যন্ত চাল ও ২ থেকে ১৪ কিলো পর্যন্ত গম বিনামূল্যে পান।

কোন রেশন কার্ডে কতটা খাদ্য শস্য দেওয়া হয়?

• অন্ত্যোদয় অন্নযোজনা (AAY) রেশন কার্ড: ২১ কিলো চাল আর ১৪ কিলো গম বিনামূল্যে পরিবার পিছু দেওয়া হয় এই রেশন কার্ডে। একই সাথে পরিবার পিছু ১৩.৫০ টাকায় দেওয়া হয়ে থাকে এক কিলো চিনি।

• অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড (PHH ration card): এই কার্ডে জন পিছু ৩ কিলো চাল, ২ কিলো গম বা ১ কিলো ৯০০ গ্রাম আটা বিনামূল্যে দেওয়া হয়ে থাকে।

• বিশেষ অগ্রাধিকার প্রাপ্ত রেশন কার্ড (SPHH ration card): খাদ্য দপ্তরের পক্ষ থেকে এই কার্ডের মাধ্যমে মাথাপিছু ৩ কিলো চাল, ২ কিলো গম বা ১ কিলো ৯০০ গ্রাম আটা বিনামূল্যে প্রদান করা হয়ে থাকে।

• RKSY 1 রেশন কার্ড: RKSY 1 রেশন কার্ড হোল্ডাররা প্রতিমাসে মাথাপিছু বিনামূল্যে পাঁচ কিলো চাল পেয়ে থাকেন।

• RKSY 2 রেশন কার্ড: এই ক্যাটাগরির কার্ড হোল্ডাররা মাথাপিছু প্রতিমাসে বিনামূল্যে দু কিলো চাল পান।

ration

অনেক সময় দেখা যায় অসাধু ব্যবসায়ীরা গ্রাহকদের ন্যায্য খাদ্য দ্রব্য দেওয়া থেকে বঞ্চিত করেন। যদি আপনার মনে হয় আপনি সরকারের নির্দিষ্ট করে দেওয়া পরিমাণ এর থেকে কম খাদ্যশস্য পাচ্ছেন তাহলে অভিযোগ জানাতে পারেন। ১৯৬৭ অথবা ১৮০০৩৫৫৫৫০৫ নম্বরে ফোন করে আপনি আপনার অভিযোগ নথিভুক্ত করতে পারেন। ৯৯০৩০৫৫৫০৫ নম্বরে হোয়াটসঅ্যাপ মেসেজ করেও আপনি অভিযোগ জানাতে পারেন খাদ্য দপ্তরে।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর