তাঁর দাপুটে কণ্ঠের ভক্ত সব্বাই, কলকাতার ‘ডার্লিং’ এই গায়িকাকে চিনতে পারলেন?

বাংলাহান্ট ডেস্ক: কপালে টিপ, পরনে লাল সাদা শাড়ি, মুখে মিষ্টি হাসি। ছবির মেয়েটিকে চেনা চেনা ঠেকছে? কম বয়সের ছবি দেখে চেনা কষ্টকর হলেও বর্তমানে তিনি ভারত বিখ্যাত একজন সঙ্গীতশিল্পী (Singer)। একাধিক ভাষায় গান গেয়ে জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন তিনি। আপামর সঙ্গীতপ্রেমীদের ভালবাসার মানুষ তিনি।

ভিন্ন ধরণের গায়কীর জন্য বিখ্যাত তিনি। এমন ভারী মহিলা কণ্ঠ সচরাচর শোনা যায়না। আর এই কণ্ঠস্বরই তাঁকে আর সবার থেকে আলাদা করে। বিভিন্ন ভাষায় বহু সুপারহিট গান গাইলেও বাংলা ভাষার প্রতি আলাদা টান রয়েছে তাঁর। বাঙালি না হয়েও কলকাতা শহরকে ভালবেসে ‘ক’ লেখা টিপ পরে ঘোরেন তিনি। এই শহরকে নিয়ে জনপ্রিয় গানও রয়েছে তাঁর কণ্ঠে। চিনতে আশা করি আর কোনো অসুবিধা নেই।

usha uthup

ইনি ঊষা উত্থুপ। ‘হরি ওম হরি’ থেকে ‘ডার্লিং’ তাঁর দাপুটে কণ্ঠে জায়গা করে নিয়েছে বহু ক্লাসিক গান। দক্ষিণ ভারতীয় হলেও বলিউডে নিজের জায়গা নিজের দমে বানিয়েছেন ঊষা। স্ট্রাগল করে নিজের পায়ের তলার মাটি শক্ত করেছেন তিনি। আর তার জন্য কম পরিশ্রম করতে হয়নি গায়িকাকে।

কম বয়সেই আর্থিক ভাবে স্বাবলম্বী হওয়ার রাস্তা খুঁজে নিয়েছিলেন ঊষা উত্থুপ। নাইটক্লাবে গান গাইতেন তিনি, তাও আবার শাড়ি পরে। এমনি এক নাইটক্লাবে তাঁর গান শুনতে এসেছিলেন সুপারস্টার দেব আনন্দ। তিনিই বলিউডে গান গাওয়ার প্রস্তাব দেন ঊষাকে। সঙ্গীতের সফর শুরু হয় ঊষার। ‘হরে রামা হরে কৃষ্ণা’ ছবিতে গান গেয়েছিলেন তিনি। তার আগে অবশ্য অন্য একটি ছবিতে গান গেয়েছিলেন তিনি।

usha uthup

দীর্ঘ পাঁচ বছর ধরে গান গাইছেন ঊষা উত্থুপ। গেয়েছেন অগুনতি গান। বেশিরভাগই হয়েছে হিট, সুপারহিট। বাংলার মানুষও ভালবাসা দিয়েছে ঊষা উত্থুপকে। পদ্মশ্রী পুরস্কারও পেয়েছেন তিনি। এই বয়সে এসেও নিজের গান দিয়ে সবার মন জয় করছেন ঊষা উত্থুপ।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর