অমিত শাহের বাড়ির উদ্দেশ্যে রওনা ক্যাপ্টেনের, বিজেপিতে যোগ নিয়ে বাড়ল জল্পনা

বাংলাহান্ট ডেস্কঃ পাঞ্জাব কংগ্রেসের সভাপতি নবোজ্যোত সিং সিধুর সঙ্গে দ্বন্দ্ব হওয়ার কারণে অমরিন্দর সিং (Amarinder Singh) নিজের পদ থেকে ইস্তফা দেন। আর তারপর থেকেই কংগ্রেসের নেতাদের উপর ক্ষোভ উগরে দিতে থাকেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী। এবার দিল্লীর রাজপথ দিয়ে তাঁর গাড়ি যেতে দেখা গেল স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বাড়িতে। যা নিয়ে শোরগোল পড়ে গেছে রাজনীতির অন্দরে।

মুখ্যমন্ত্রীত্ব ছাড়ার প্রসঙ্গে তিনি বলেছিলেন, দলে তাঁকে অপমান করা হয়েছে আর এই কারণেই তিনি মুখ্যমন্ত্রীর পদ ছেড়ে দিচ্ছেন। অমরিন্দর সিং এমনও বলেছিলেন যে, ২০২২-র নির্বাচনে কংগ্রেস জিতলে তিনি সিধুকে মুখ্যমন্ত্রী হতে দেবেন না।সিধুর বিরুদ্ধে প্রভাবশালী প্রার্থী দাঁড় করিয়ে তাঁর হার নিশ্চিত করবেন।

ক্যাপ্টেন অমরিন্দর সিং সিধুকে দেশের জন্য বিপদ এবং পাকিস্তানের বন্ধু বলেও আক্রমণ করেছিলেন। তিনি বলেছিলেন, সিধু শুধু পাঞ্জাব নয় গোটা দেশের জন্য বিপদ কারণ তিনি পাকিস্তানি প্রধানমন্ত্রী আর পাকিস্তানের সেনা প্রধানের বন্ধু।

ইস্তফা দেওয়ার পর ক্যাপ্টেন বলেছিলেন, তিনি বিকল্প পথের কথা ভেবে দেখবেন। আর এরই মধ্যে ওনার দিল্লী সফর নিয়ে জলঘোলা হতে শুরু করেছিল রাজনীতির অন্দরে। তারউপর কংগ্রেসের বহু প্রভাবশালী নেতৃত্ব দল ছেড়ে দেওয়ার পর, এবার অমরিন্দর সিং দল ছাড়ার বিষয়ে বড় ধাক্কা খায় কংগ্রেস। তবে এবার তাঁর অমিত শাহের বাড়িতে যাওয়ার ফলে, ক্যাপ্টেনের বিজেপিতে যোগদানের জল্পনা আরও জোরদার হতে শুরু করেছে। ধারণা করা হচ্ছে, বিজেপিতে যোগদানের পরে মোদী ক্যাবিনেটে বড় পদ পেতে পারেন পাঞ্জাবের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর