মাঝ জঙ্গলে হঠাৎ বিপদ, গন্ডারের তাড়ায় উল্টে গেল গাড়ি, ভাইরাল ভিডিও দেখে চমকে উঠবেন

বাংলা হান্ট ডেস্ক: জঙ্গলে বেড়াতে গিয়ে বড়সড় বিপদের সম্মুখীন হলেন একদল পর্যটক। শুধু তাই নয়, গন্ডারের ধাক্কায় নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলের রাস্তার পাশেই উলটে গেল পর্যটকবোঝাই গাড়িও। গত শনিবার বেলা দু’টো নাগাদ ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে জলদাপাড়া জাতীয় উদ্যানের (Jaldapara National Park) হরিণডাঙ্গা নজর মিনারের কাছে পশ্চিম রেঞ্জের জেপি ফাইভ ও তোর্সা ওয়ান কম্পার্টমেন্টের সীমানায়। এই প্রসঙ্গে জানা গিয়েছে, এলাকা দখলের লড়াইয়ের সময়েই সেখানে থাকা দু’টি গন্ডার আচমকাই তেড়ে আসে পর্যটক বোঝাই একটি জিপসির দিকে।

এদিকে, ঘটনার আকষ্মিকতায় ওই জায়গাটি থেকে জিপসিটি পিছিয়ে আসার চেষ্টা করলেও নিয়ন্ত্রণ হারিয়ে চোখের নিমেষেই যাত্রী সমেত উল্টে যায় সেটি। এমতাবস্থায়, এই খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান জলদাপাড়া পশ্চিমের রেঞ্জার বিশ্বজিত বিসোই। জানা গিয়েছে, এই দুর্ঘটনায় জখম হয়েছেন জিপসি চালক সহ মোট সাত জন। তাঁদের প্রত্যেককেই উদ্ধার করে মাদারিহাট স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়।

যদিও, তাঁদের মধ্যে একজনকে আলিপুরদুয়ারে রেফার করা হয়েছে বলে জানিয়েছেন মাদারিহাট গ্রামীণ হাসপাতালের চিকিৎসক অরিজিৎ সরকার। পাশাপাশি, জলদাপাড়া জাতীয় উদ্যানের সহকারী বন্যপ্রাণ সংরক্ষক নবজিত দে জানিয়েছেন, আহতদের চিকিৎসার দায়িত্ব নিয়েছে বনদপ্তর।

এই প্রসঙ্গে বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, গত শনিবার জলদাপাড়া জাতীয় উদ্যানে ৬ জন পর্যটক কার সাফারিতে গিয়েছিলেন। সেইসময়ে আচমকাই দু’টি গন্ডার জঙ্গল থেকে বেরিয়ে আসে। শুধু তাই নয়, তাদের মধ্যে একটি গন্ডার ওই জিপসির দিকে তেড়ে এসে গাড়িতে ধাক্কাও মারে। বিপদ বুঝে চালক গাড়িটি পিছিয়ে নিয়ে আসার চেষ্টা করলেও সেটি নিয়ন্ত্রণ হারিয়ে জঙ্গলের রাস্তার পাশে উল্টে যায়।

এদিকে, সেখানে থাকা বাকি পর্যটকরা আতঙ্কে রীতিমতো চিৎকার করতে থাকেন। এই পুরো ঘটনাটিই সামনে এসেছে নেটমাধ্যমে। যেটি ইতিমধ্যেই তুমুল ভাইরাল হতে শুরু করেছে। পাশাপাশি, পুরো বিষয়টিও ওই ভিডিওতে স্পষ্ট হয়ে গিয়েছে। মূলত, ওই গন্ডারটি দ্বিতীয়বার আক্রমণ না করায় প্রাণে বেঁচে যান পর্যটকরা। এদিকে, জলদাপাড়া জাতীয় উদ্যানে গন্ডারের এহেন বেপরোয়া আক্রমণ সাম্প্রতিক অতীতে ঘটেনি। শুধু তাই নয়, পুরো ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পর্যটকদের মধ্যেও।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর