অপেক্ষার অবসান! আগামী মরশুমে ইস্টবেঙ্গলের দায়িত্ব নিতে চলেছেন ISL জয়ী কোচ কার্লেস কুয়াদ্রাত

বাংলা হান্ট নিউজ ডেস্কঃ সার্জিও লোবেরা যে আসছেন না সেটা বেশ কিছুদিন আগেই নিশ্চিত হয়ে গিয়েছিল। ইস্টবেঙ্গল (East Bengal) ভক্তরা অত্যন্ত কষ্ট পেয়েছিলেন সেই সংবাদ শুনে। কিন্তু তারপর থেকে কৌতুহল বাড়তে শুরু করেছিল এই নিয়ে জেএস স্টিফেন কনস্ট্যানটাইনের পর কোন কোচের দায়িত্বে আগামী মরশুমে লাল হলুদ ক্লাবকে খেলতে দেখা যাবে। আজ সেই প্রশ্নের উত্তর পেলেন ইস্টবেঙ্গল সমর্থকরা। ক্লাবের তরফ থেকে অফিসিয়াল ঘোষণা করে জানানো হলো আগামী মরশুম থেকে ২ বছরের চুক্তিতে ইস্টবেঙ্গলের দায়িত্ব নিতে চলেছেন বেঙ্গালুরু এফসি-কে আইএসএল জেতানো স্প্যানিশ কোচ কার্লেস কুয়াদ্রাত (Carlos Cuadrat)।

৫৪ বছর বয়সী কার্লেস ২০১৬ সালে বেঙ্গালুরু এফসির সহকারী কোচ হিসাবে ভারতে নিজের কোচিং আরম্ভ করেন। সেই সময় সুনীল ছেত্রীরা ফেডারেশন কাপ ও হিরো সুপারের কাপ জেতার পাশাপাশি প্রথম ভারতীয় দল এএফসি কাপের ফাইনালে পৌঁছেছিল বেঙ্গালুরু। ২০১৮ সালে তিনি সেই দলের প্রধান কোচের দায়িত্ব গ্রহণ করেন এবং পরের মরশুমে তার কোচিংয়ে তাদের প্রথম হিরো আইএসএল শিরোপা জিতেছিল বিএফসি।

কুয়াদ্রাতের কোচিংয়ে বেঙ্গালুরু ২০১৮-১৯ মরশুমে টানা ১১ ম্যাচ অপরাজিত ছিল যা তৎকালীন আইএসএলে দীর্ঘতম সময় অপরাজিত থাকার রেকর্ড ছিল। তার কোচিংয়ে ২০২০ সালের ফেব্রুয়ারি মাসে এএফসি কাপ কোয়ালিফায়ারে পারো এফসিকে ৯-১ গোলে হারিয়ে নিজেদের ক্লাবের ইতিহাসে সবচেয়ে বড় জয় নথিবদ্ধ করে বিএফসি।

কুয়াদ্রাত নিজে বার্সেলোনার বিখ্যাত লা মেসিয়া অ্যাকাডেমির প্রোডাক্ট। ১৯৭৮ থেকে ১৯৮৮ সাল অবধি তিনি মধ্যে এফসি বার্সেলোনা যুব দলে ডিফেন্ডার হিসাবে খেলেছেন। তিনি এফসি বার্সেলোনা অনূর্ধ্ব ১৯ দলের হয়ে ১৯৮৬ এবং ১৯৮৭ সালে স্প্যানিশ কাপ জিতেছিল। ১৯৮৮ সালে দুটি প্রীতি ম্যাচে বার্সেলোনার সিনিয়র দলের জার্সি গায়ে ছাপানোর সুযোগও তিনি পেয়েছিলেন।

২০২০-২১ মরশুমে ভারত ছেড়ে যাওয়ার পর তিনি সাইপ্রাসের দ্বিতীয় ডিভিশনের ক্লাব অ্যারিস লিমাসোলে যোগ দেন সহকারী প্রশিক্ষক হিসাবে এবং তাদের সাইপ্রাসের প্রথম বিভাগে তুলে আনার ব্যাপার গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ইস্টবেঙ্গলে আসার আগে তিনি সম্প্রতি ডেনিশ সুপারলিগার বিখ্যাত ক্লাব এফসি মিডটজিল্যান্ডে সহকারী কোচ হিসেবে কাজ করছিলেন।

স্প্যানিশ কোচকে ইস্টবেঙ্গলের দায়িত্বে আনার পর ইমামির দেবব্রত মুখার্জি বলেছেন, “আমরা তাকে দলের দায়িত্বে আনতে পেরে আনন্দিত। আমরা আত্মবিশ্বাসী যে ভারতীয় ফুটবলে তার বিশাল অভিজ্ঞতা এবং চিত্তাকর্ষক পরিসংখ্যান আমাদের একটি শক্তিশালী দল তৈরি করতে সাহায্য করবে।” কুয়াদ্রাত নিজে এই বিষয়ে মন্তব্য করতে গিয়ে বলেছেন, “আমি আবার ভারতে ফিরতে পেরে খুশি। ইস্টবেঙ্গলের ঐতিহ্য এবং গৌরব সম্পর্কে আমি ওয়াকিবাহাল এবং এই বিখ্যাত ক্লাবের সঙ্গে দু বছরের চুক্তিতে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত বোধ করছি।” এখন দেখার কোন কোন নতুন ফুটবলার তার অধীনে সই করাতে সক্ষম হয় ইস্টবেঙ্গল। পরের মরশুমে গত ৩ বছরের দুঃসহ অভিজ্ঞতা কাটিয়ে ভালো পারফরম্যান্স করবে লাল হলুদ ফুটবলাররা এমনটাই কামনা করেন সমর্থকরা।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর