জাতীয় সঙ্গীত অবমাননা কাণ্ডে অস্বস্তি বাড়ল মমতার! বম্বে হাইকোর্টে খারিজ মুখ্যমন্ত্রীর আবেদন

বাংলা হান্ট ডেস্ক : ফের বিপাকে মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। জানা যাচ্ছে, মুখ্যমন্ত্রী মুম্বই সফরে গিয়ে জাতীয় সঙ্গীতের অমর্যাদা করেছেন। এই অভিযোগে ফৌজদারি মামলা করেন বিজেপির এক নেতা। সেই মামলা খারিজ করে দেওয়ার জন্য বম্বে হাইকোর্টে (Bombay High Court) আবেদন করেছিলেন মমতা। কিন্তু মুখ্যমন্ত্রীর সেই আবেদনই খারিজ করে দিল বম্বে হাইকোর্ট।

বম্বে হাইকোর্টের বিচারপতি অমিত বোরকার বুধবার এই রায় দিয়েছেন। মুম্বইয়ের একটি নিম্ন আদালতে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করেছিলেন বিবেকানন্দ গুপ্ত নামে বিজেপি নেতা। আদালত এই অভিযোগের ভিত্তিতে সমনও পাঠায় মুখ্যমন্ত্রীকে। মুখ্যমন্ত্রী বম্বে হাইকোর্টে আর্জি জানিয়ে বলেন, ওই সমনও খারিজ করে দেওয়া হোক।

mamata

মুখ্যমন্ত্রী মুম্বই সফরে গিয়ে একবার নাগরিক সমাজের সঙ্গে দেখা করেছিলেন। বিজেপি নেতার অভিযোগ করেন, জাতীয় সঙ্গীত যখন শুরু হয় তখন মুখ্যমন্ত্রী বসেছিলেন। পরে অবশ্য উঠে দাঁড়ান তিনি। তার পর জাতীয় সঙ্গীত শেষ হওয়ার আগেই অনুষ্ঠান স্থল ছেড়ে বেরিয়ে আসেন। বিবেকানন্দর অভিযোগ, এভাবে জাতীয় সঙ্গীতের অমর্যাদা করেছেন মুখ্যমন্ত্রী। যা আইন অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।

ওই মামলার ভিত্তিতে নিম্ন আদালত গত বছর ২ মার্চ মমতা বন্দ্যোপাধ্যায়কে সমন পাঠায়। মুখ্যমন্ত্রী সেই সমনকে চ্যালেঞ্জ করে সেশন আদালতে আবেদন করেন। সেশন কোর্ট সেই সমনকে খারিজ করে তা নিম্ন আদালতে পুনর্বিবেচনার জন্য পাঠিয়ে দেয়।

এর পরই মুখ্যমন্ত্রী বম্বে হাইকোর্টে আবেদন জানান। মুখ্যমন্ত্রীর আর্জি ছিল, নিম্ন আদালতে বিষয়টি ফের না পাঠিয়ে তা সেশন কোর্টেই খারিজ করে দেওয়া উচিত ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় সেই আবেদন বুধবার খারিজ করে দেয় বম্বে হাইকোর্ট।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর