দমকলেও দুর্নীতি! এবার আরেক TMC বিধায়কের বিরুদ্ধে হাই কোর্টে দায়ের মামলা

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কিছুমাস ধরে নিয়োগ দুর্নীতি (Recruitment Scam) ইস্যুতে উত্তাল রাজ্য। শিক্ষাক্ষেত্র থেকে পুরসভা সমস্ত জায়গাতেই ছড়িয়ে গিয়েছে দুর্নীতির জাল। যা নিয়ে এককথায় ধুন্ধুমার দশা বাংলায়। এবার সামনে এল আরেক দুর্নীতির অভিযোগ। নদিয়ার তেহট্টের বিধায়ক তাপস সাহার (MLA Tapas Saha) বিরুদ্ধে দমকলে নিয়োগ দুর্নীতির (Fire Brigade Corruption) অভিযোগ। কলকাতা হাই কোর্টে (High Court) দায়ের মামলা।

এদিন আদালতে মামলা দায়ের করার অনুমতি দিলেন বিচারপতি রাজাশেখর মান্থা। আগামী মঙ্গলবার মামলার শুনানি হতে পারে বলে জানা গিয়েছে। টাকার বিনিময়ে বিভিন্ন সরকারি দফতরে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে তৃণমূল নেতা তাপস সাহার বিরুদ্ধে। অভিযোগ পেয়ে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে রাজ্য দুর্নীতি দমন শাখা।

প্রসঙ্গত, সম্প্রতি তৃণমূলের জেলাপরিষদের সদস্যা টিনা ভৌমিক সাহা এক সাংবাদিক সম্মেলন করে নদিয়ার তেহট্টের তৃণমূল বিধায়কের বিরুদ্ধে তোপ দাগেন। স্কুলে চাকরি দেওয়ার বিনিময়ে টাকা নিয়েছেন বিধায়ক তাপস সাহা এরকম কথোপকথনের একটি অডিয়ো কিছুদিন আগে ভাইরাল হয়। শুধু তাই নয়, দমকলে নিয়োগের ক্ষেত্রেও তাপসবাবু জালিয়াতি করেছেন বলেই অভিযোগ ওঠে।

tmc flag

এরপরই সেই অডিও টুইট করে তোপ দাগেন বিজেপি নেতা তথা আইনজীবী তরুণজ্যোতি তিওয়ারি। সোমবার হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থার দ্বারস্থ হন অরুণজ্যোতি। দুর্নীতির অভিযোগ তুলে তৃণমূল বিধায়কের বিরুদ্ধে মামলা দায়ের করার অনুমতি চান। এদিন তার আবেদনে সাড়া দেন বিচারপতি মান্থা। আগামিকাল এই মামলার শুনানি হতে পারে।

অন্যদিকে, নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক তাপস সাহা। ভাইরাল হওয়া অডিয়োর কণ্ঠস্বর তার নয় বলেও দাবি করেন তিনি। পাশাপাশি টিনা ভৌমিকের বিরুদ্ধে বিরোধী দলের সঙ্গে হাত মিলিয়ে ষড়যন্ত্রের দাবি তুলেছেন বিধায়ক। যদিও বিধায়কের অভিযোগে কান দিতে নারাজ তৃণমূল নেত্রী।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর