ভাইরাল ভিডিও: বাস্তবের টম অ্যান্ড জেরী, বিড়ালকে তাড়া করে এলাকা ছাড়া করল ইঁদুর

বাংলাহান্ট ডেস্ক:  ছোটবেলায় ‘টম অ্যান্ড জেরী’ (Tom and Jerry) দেখেনি এমন মানুষ হয়তো খুঁজলে লাখে একজন মিলবে। বিশেষত যারা নব্বইয়ের দশকে জন্মেছেন তাদের ছেলেবেলার একটা বড় অংশ কেটেছে বিভিন্ন জনপ্রিয় কার্টুন (cartoon) শো দেখে। তাদের মধ‍্যে অন‍্যতম টম অ্যান্ড জেরী, যা এখন কিংবদন্তী। ইঁদুরের (rat) ও বিড়ালের (cat) চিরকালীন খাদ‍্য খাদক সম্পর্ককে নতুন মোড়কে বেঁধেছিল এই কার্টুন। এবার টিভির পর্দা ছেড়ে বাস্তবের মাটিতেই উঠে এসেছে টম অ্যান্ড জেরী।

wp1841509

সম্প্রতি সোশ‍্যাল মিডিয়ায় একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে। সেখানে দেখা মিলেছে এক ইঁদুর ও বিড়ালের। লকডাউনের ফাঁকা রাস্তায় বড়সড় ইঁদুরটিকে দেখতে পেয়েই রাস্তা পেরিয়ে তেড়ে যায় বিড়াল। এত পর্যন্ত দৃশ‍্য স্বাভাবিক। কিন্তু এরপরেই দেখা গেল টুইস্ট। বিড়ালটি তেড়ে যেতেই পালটা হামলা করে বসে ইঁদুর। এই কাণ্ডের জন‍্য একেবারেই প্রস্তুত ছিল না বিড়াল। ইঁদুরের তাড়ায় তার সে কি লম্ফঝম্প! তাড়া করে করে বিড়ালকে রীতিমতো পাড়া ছাড়া করে ইঁদুর।
তবে এই কাণ্ড এদেশের নয়। লকডাউনের রাস্তায় গোটা ভিডিওটাই শুট করেছেন এক ব‍্যক্তি। তারপর সেখান থেকেই ছড়িয়ে পড়ে সোশ‍্যাল মিডিয়ায়। ইন্ডিয়ায় ফরেস্ট সার্ভিস বা আইএফএস, আধিকারিক সুশান্ত নন্দাও নিজের টুইটার হ‍্যান্ডেলে শেয়ার করেছেন এই ভিডিও। ক‍্যাপশনে লিখেছেন, ‘যখন বিড়ালটি জানতে পারে ইঁদুরের কোভিড১৯ আছে’। ১০০০ এর ও বেশি লাইক পড়ে গিয়েছে ভাইরাল ভিডিওটিতে।

https://twitter.com/susantananda3/status/1247380638576988161?s=19

বর্তমানে শুধু মানুষ নয়, বহু পশুপাখির ভিডিয়োও ভাইরাল হয় সোশ‍্যাল মিডিয়ায়। কখনও কুকুর, কখনও ভাল্লুক আবার কখনও টিয়াপাখির ভিডিও ভাইরাল হয় নেটদুনিয়ায়। আর সেসব দেখে তাজ্জব হয়ে যায় নেটজনতা। এই বিড়াল ইঁদুরের ভিডিও দেখেও হেসে লুটোপুটি খাচ্ছে নেটজনতা।

Avatar
Niranjana Nag

সম্পর্কিত খবর