ভোট পরবর্তী হিংসার মামলায় CBI-র হাতে গ্রেফতার ১১, ধৃতদের জেল হেফাজতের নির্দেশ

বাংলাহান্ট ডেস্কঃ বেশকিছু দিন হল ভোট পরবর্তী হিংসার মামলায় তদন্ত শুরু করেছে CBI। আদালতের রায়ে এই বিষয়ে নিরপেক্ষ তদন্তের দাবীতে খুন, ধর্ষণ সহ একাধিক গুরুতর অভিযোগের তদন্তভার দেওয়া হয় সিবিআইয়ের উপর। আর অন্যদিকে অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ মামলার জন্য সিট গঠন করা হয়। তবে এবার বাংলা (west bengal) থেকে ৭ জনকে গ্রেফতার করল এই মামলার দায়িত্বপ্রাপ্ত CBI টিম।

৪ ঠা মে দিনহাটার জমাদাররস পেটলায় বিজেপি (bjp) কর্মী হারাধন রায় খুন হয়েছিলেন। সেই মামলায় প্রথমেই সন্দেহ করে গ্রেফতার করা হয়েছিল জিয়ারুল মিয়া নামে এক তৃণমূল (tmc) কর্মীকে। তবে কিছুদিন পরা তিনি ছাড়া পেয়ে গেলেও, এবার ওই জিয়ারুল মিয়া সহ আর ৭ জনকে এই কেসে গ্রেফতার করল সিবিআই।

CBI

অন্যদিকে, নাটাবাড়ি এলাকায় তৃণমূলকর্মী শাহিনুর রহমানের খুনের মামলায় ৪ জন বিজেপি কর্মীকেও গ্রেফতার করেছে CBI। মোট এই ৭ জনকে আদালতে পেশ করে তাঁদের হেফাজত চাইলেও, বিচারক তাঁদের ১৪ দিনের জেল হেফাতের নির্দেশ দিয়েছেন।

প্রসঙ্গত, গত ২ রা মে বিধানসভা নির্বাচনের ফল প্রকাশের পর থেকে রাজ্য জুড়ে উত্তাল পরিস্থিতি তৈরি হয়। অভিযোগ উঠেছিল, বাংলার বিভিন্ন প্রান্তে বিজেপি কর্মীদের উপর অত্যাচার থেকে শুরু করে, তাঁদের মারধর করে ঘর বাড়ি ভাংচুর করে জ্বালিয়ে দিচ্ছে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা।

এই বিষয়ে প্রথম থেকেই অভিযোগ অস্বীকার করে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী। তাঁর দাবী, নির্বাচনের পরবর্তীতে এরাজ্যে কোনরকম রাজনৈতিক হিংসার ঘটনাই ঘটেনি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর