কেষ্টকে নিয়ে লিখেছিলেন ‘খেলা হবে” বই, এবার সেই লেখককে ডেকে জেরা করল CBI

বাংলা হান্ট ডেস্কঃ গত বিধানসভা নির্বাচনের আগে থেকেই ‘খেলা হবে’ সংলাপে ছেয়ে গিয়েছে গোটা বাংলা। রাজনীতির ময়দান হতে শুরু করে সিনেমার চিত্রনাট্যেও ধরা পড়েছে এই বিখ্যাত ডায়লগ। এমনকি, এ বছরের শুরুর দিকে তৃণমূল (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) নিয়ে ‘খেলা হবে’ নামক একটি বই পর্যন্ত প্রকাশিত হয়। তবে বর্তমান সময় বদলেছে চিত্র! গরু পাচার কাণ্ডে সিবিআইয়ের (CBI) হাতে গ্রেফতার হয়েছেন অনুব্রত আর এবার তাঁকে নিয়ে লেখা বই ‘খেলা হবে’-এর লেখক তথা সাংবাদিক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় (Chandra Nath Banerjee) মুখোমুখি হলেন তদন্তকারী সংস্থার।

উল্লেখ্য, গরু পাচার মামলায় সম্প্রতি সিবিআইয়ের হাতে গ্রেফতার হন তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। পরবর্তীতে অনুব্রত ও তাঁর ঘনিষ্ঠ ব্যবসায়ী এবং আত্মীয়দের নামে কোটি কোটি সম্পত্তির হদিশ পায় তদন্তকারী অফিসাররা। শুধু তাই নয়, তৃণমূল নেতার মেয়ে সুকন্যা মণ্ডলের নামেও একাধিক জমি এবং কোম্পানির খোঁজ মেলে, যা ঘিরে ইতিমধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে সর্বত্র।

বিপুল পরিমাণ সম্পত্তি এবং অন্যান্য একাধিক সূত্র ধরে ইতিমধ্যেই অনুব্রত ‘ঘনিষ্ঠ’ বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে সিবিআই আর সেই ধারা বজায় রেখে সম্প্রতি অনুব্রতকে নিয়ে লেখা বইয়ের লেখক চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়কে জেরার জন্য ডেকে পাঠায় তারা।

সূত্রের খবর, তৃণমূল নেতার সঙ্গে ঘনিষ্ঠতার খবর পাওয়া মাত্রই চন্দ্রনাথবাবুকে তলব করা হয়। সিবিআইয়ের তলব মাঝে গতকাল শান্তিনিকেতনে পৌঁছে যান চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়। এক্ষেত্রে অনুব্রতর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতার পাশাপাশি সম্পত্তির বিষয় নিয়েও জিজ্ঞাসাবাদ করা হয় বলে খবর। তবে এই অভিযোগ উড়িয়ে দিয়েছেন ‘খেলা হবে’ লেখক।

সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ শেষে বাইরে বেরিয়ে তিনি বলেন, “আজ আমায় তলব করা হয়। আমি তখন জানিয়ে দিয়েছিলাম, বিকেলের দিকে যাব। সেই মতো এসেছি। তৃণমূল নেতার খনিষ্ঠ হওয়ার কারণেই আমাকে তলব করা হয়েছে। তবে সম্পত্তির বিষয়ে কোন রকম প্রশ্ন করা হয়নি।”

Untitled design 71

সিবিআই সূত্রে খবর, চন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় ছাড়াও এদিন অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূল নেতা বাবু দাস এবং বোলপুরের একটি আশ্রমের মহারাজকে জেরার জন্য ডেকে পাঠানো হয়। এক্ষেত্রে আশ্রমের মহারাজকে জমি প্রসঙ্গে একাধিক প্রশ্ন জিজ্ঞাসা করা হয়েছে বলে খবর। অপরদিকে, বেশ কয়েকজন ব্যাঙ্ক আধিকারিকদের তলব করে গোয়েন্দা সংস্থা। ফলে সবমিলিয়ে গরু পাচার কাণ্ডে রহস্য ভেদ করতে মরিয়া সিবিআই তদন্তের জাল যে ক্রমশ গোটানোর পথে, তা বলা বাহুল্য।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর