ফের বিপাকে লালুপ্রসাদ! বন্ধ মামলা পুনরায় শুরু করতে উদ্যত কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা

বাংলা হান্ট ডেস্কঃ ফের একবার জোর বিপাকে আরজেডি (RJD) সুপ্রিমো লালুপ্রসাদ যাদব (Lalu Prasad Yadav)। লালুপ্রসাদের বিরুদ্ধে পুনরায় ডিএলএফ ঘুষ কেলেঙ্কারির মামলার তদন্ত শুরু করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই (CBI)।

রেলমন্ত্রী থাকাকালীন লালু প্রসাদের বিরুদ্ধে প্রকল্প বণ্টনে দুর্নীতির অভিযোগ ওঠে । ২০১৮ সালে সেই অভিযোগের তদন্ত শুরু করে সিবিআই। তবে ২০২১ সালে উপযুক্ত তথ্যের অভাবে এই মামলা বন্ধ করে দিয়েছিল তদন্তকারী সংস্থা। সিবিআই তরফে বলা হয়েছিল, লালুর বিরুদ্ধে যথাযথ প্রমাণ পাওয়া যায়নি। তবে বর্তমানে সেই মামলা নিয়ে ফের তৎপর হয়ে উঠেছে তদন্তকারী দল।

উল্লেখ্য, কিছুমাস আগে নীতীশ কুমারের জেডিইউয়ের সঙ্গে হাত মিলিয়ে নয়া সরকার গড়েছে লালু প্রসাদ। তার পরই আবার এই মামলা নতুন করে শুরু করতে চলেছে সিবিআই। জানা গিয়েছে, শুধু লালুপ্রসাদই নয়, তিঁনি ছাড়াও অভিযুক্তের তালিকায় নাম রয়েছে বিহারের উপমুখ্যমন্ত্রী তেজস্বী যাদব (Tejashwi Yadav) সহ যাদব পরিবারের আরও দুই সদস্যের।

গতকালই জানানো হয়, বন্ধ করে দেওয়া মামলা ফের নতুন করে শুরু করতে চলেছে সিবিআই। কিন্তু, একবার বন্ধ করে দেওয়া মামলা ফের কেন শুরু হল, তা নিয়ে অবশ্য কিছু জানানো হয়নি তদন্তকারী সংস্থার তরফে। মামলার পুনরায় তদন্ত নিয়ে কোনো রাজনৈতিক দল তরফেও এখনো পর্যন্ত কোনোরূপ প্রতিক্রিয়া মেলেনি।

laluprasad

প্রসঙ্গত, কিছুদিন আগেই কিডনি ট্রান্সপ্লান্ট হয়েছে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী লালুপ্রসাদের। আপাতত হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিঁনি। এরই মধ্যে ফের শুরু তদন্ত।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর