পর্দাফাঁস! TET ফেল করেও কিভাবে পেয়েছিলেন চাকরি? CBI-র এক চালেই মুখ খুলল ‘ওরা’

বাংলা হান্ট ডেস্কঃ টেট অনুত্তীর্ণ, অথচ চুটিয়ে করছেন চাকরি! মাস গেলে গুনছেন মোটা টাকা! এবার বিরাট পদক্ষেপ নিল সিবিআই (CBI)। নিয়োগ দুর্নীতি মামলায় (Bengal Teacher Recruitment Scam) এই প্রথম কেন্দ্রীয় গোয়েন্দাদের জিজ্ঞাসাবাদের মুখে টেট-অনুত্তীর্ণ শিক্ষকরা।

জানা গিয়েছে, ২০১৪ সালের টেট পাশ করেননি অথচ চাকরি করছেন এমন শিক্ষকদের তালিকা বানানো হয়েছে। এবার সেই তালিকা দেখেই ধরে ধরে সেই সকল শিক্ষকদের বয়ান রেকর্ড শুরু করল সিবিআই। ইতিমধ্যেই গত দু’দিনে চার জেলার (4 Districts) একাধিক শিক্ষকের বয়ান রেকর্ডও হয়েছে বলে জানা গিয়েছে।

টেটে পাশ না করেও কিভাবে পেলেন চাকরি? এবার এই নিয়ে প্রশ্ন করা হবে ওই শিক্ষকদের। সিবিআই সূত্রে দাবি, গত দুদিনে জিজ্ঞাসাবাদে চাঞ্চল্যকর তথ্য উঠে আসছে। জিজ্ঞাসাবাদে মাথা ঘুরে যাওয়ার মত সব তথ্য দিয়েছেন শিক্ষকদের একাংশ। অনুত্তীর্ণ শিক্ষকদের বয়ান অনুযায়ী, কেউ কেউ সরাসরি, কেউ আবার জেলার মধ্যস্থতাকারীর মাধ্যমে যোগাযোগ করেছিলেন প্রাথমিক শিক্ষা পর্ষদে।

cbi

টেট অনুত্তীর্ণ শিক্ষকদের একাংশকে জিজ্ঞাসাবাদ করেই এই বিস্ফোরক তথ্য মিলেছে বলে সিবিআই সূত্রে খবর। জানা যাচ্ছে, এখনও পর্যন্ত মুর্শিদাবাদ, বীরভূম, কলকাতা ও উত্তর ২৪ পরগনার শিক্ষকদের বয়ান রেকর্ড করা হয়েছে। সূত্রের খবর, এভাবেই এরপর একে একে বাকি জেলার শিক্ষকদের বয়ান রেকর্ড করবে সিবিআই।

Sharmi Dhar
Sharmi Dhar

শর্মি ধর, বাংলা হান্ট এর রাজনৈতিক কনটেন্ট রাইটার। উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয় থেকে সাংবাদিকতায় স্নাতকোত্তর। বিগত ৩ বছর ধরে সাংবাদিকতা পেশার সঙ্গে যুক্ত ।

সম্পর্কিত খবর