শীতলকুচি কাণ্ডঃ তৎকালীন পুলিশ সুপার ফোন বাজেয়াপ্ত করল সিআইডি

বাংলা হান্ট ডেস্কঃ একুশের বিধানসভা নির্বাচনে চতুর্থ দফার ভোটের দিন শীতলকুচির (Sitalkuchi) জোড়পাটকির ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মৃত্যু হয় ৪ গ্রামবাসীর। তারপর থেকেই উত্তাল রাজ্য রাজনীতি। তৃণমূল (Trinamool Congress) থেকে বিজেপি(Bhartiya Janata Party) প্রত্যেকেই নানাভাবে সরব হয়েছে এই ইস্যুতে। এমনকি মুখ খুলেছেন রাজ্যের রাজ্যপাল জগদীপ ধনকরও (Jagdeep Dhankar)। ইতিমধ্যেই এই কান্ডে তদন্ত ভার দেওয়া হয়েছে সিআইডিকে। (CID)

শীতলকুচির ঘটনায় ইতিমধ্যেই একাধিক প্রশাসনিক আধিকারিককে জেরা করেছে সিআইডি। জানা গিয়েছে তৎকালীন সুপারিনটেনডেন্ট অফ পুলিশ দেবাশিস ধরের (SP Devashish Dhar) বয়ানে খুশি হতে পারেনি তারা। তাই মঙ্গলবার দীর্ঘ জেরার পর অবশেষে আজ তার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করল সিআইডি। গোয়েন্দারা জানিয়েছেন তার বেশ কিছু কথায় অসঙ্গতি লক্ষ্য করা গিয়েছে। এমনকি সিআইএসএফ গুলি চালানোর পর বুধ খালি হয়ে গিয়েছিল এই ঘটনার কথাও ভুলে গিয়েছেন তিনি।

তাকে এও জিজ্ঞেস করা হয়, সিআইএসএফ গুলি চালানোর পর বুথ খালি হয়ে যায় এ ঘটনা নির্বাচন কমিশনকে কেন জানাননি তিনি? গোয়েন্দাদের দাবি এর কোনো সদুত্তর দিতে পারেননি দেবাশিসবাবু। বরং পরে এই ঘটনা রাতে ডিআইজি ল অ্যান্ড অর্ডারকে তিনি মৌখিকভাবে জানিয়েছেন বলে সিআইডিকে জানান তিনি।

সিআইডির দাবি, এই অসঙ্গতির সূত্র ধরেই এবার তার মোবাইল ফোনটি বাজেয়াপ্ত করা হলো। দেবাশিসবাবু ঘটনাটি ঘটে যাবার পর কাদের কাদের সে সম্পর্কে জানিয়েছেন, কাউকে কোন মেসেজ পাঠিয়েছেন কিনা তাও এখন খতিয়ে দেখছেন তারা। কারণ তৎকালীন পুলিশ সুপারের বিরুদ্ধে অভিযোগ রয়েছে, ঘটনায় পদক্ষেপ নিতে দেরি করেছেন তিনি। যে যে দপ্তরে ঘটনা সম্পর্কে জানানোর কথা সেই দায়িত্ব পালন করেননি তিনি। সেই সূত্র ধরেই এখন তার কল ডিটেইলস এবং অন্যান্য বিষয় গুলি খতিয়ে দেখবে পুলিশ।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর