SSC নিয়োগ দুর্নীতিতে নতুন মোড়! ভোটের মাঝেই বিরাট পদক্ষেপ CBI-র! কপাল খুলবে যোগ্যদের?

বাংলা হান্ট ডেস্কঃ এসএসসি নিয়োগ দুর্নীতি (SSC Recruitment Scam) মামলায় ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল বাতিল করেছে কলকাতা হাই কোর্ট। সোমবার এই রায় ঘোষণার পর থেকেই উত্তাল রাজ্য। এক লহমায় চাকরিহারা হয়ে পড়েছেন প্রায় ২৬,০০০ মানুষ। হকের চাকরি ফিরে পেতে ইতিমধ্যেই আন্দোলনে নেমেছেন চাকরিহারারা। এর মাঝেই বিরাট পদক্ষেপ নিল কেন্দ্রীয় এজেন্সি সিবিআই (Central Bureau of Investigation)।

জানা যাচ্ছে, অযোগ্যদের চিহ্নিতকরণের কাজ শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। ইতিমধ্যেই স্কুল শিক্ষা দফতরের একটি চিঠি পাঠানো হয়েছে। সেখানে প্রাথমিকভাবে ৫২৪৩ জন ‘অযোগ্য’ চাকরিপ্রাপকদের তালিকা চেয়েছে সিবিআই (CBI)। জানা যাচ্ছে, ‘অযোগ্য’ প্রার্থীদের চিহ্নিত করে তাঁদের জিজ্ঞাসাবাদ করবে তদন্তকারী আধিকারিকরা।

সিবিআই সূত্রে জানা যাচ্ছে, আদালতের নির্দেশ মতো অযোগ্য চাকরিপ্রাপকদের চিহ্নিতকরণের কাজ শুরু করেছে তারা। স্কুল শিক্ষা দফতরকে এই মর্মে একটি চিঠি পাঠানো হয়েছে। ‘অযোগ্য’ প্রার্থীদের তালিকা একবার হাতে পেলেই তাঁদের সকলকে আলাদা আলাদা করে জিজ্ঞাসাবাদ করা হবে বলে অনুমান।

আরও পড়ুনঃ ২ কোটি টাকা আত্মসাৎ! রোজভ্যালি মামলায় প্রয়াত মন্ত্রীর কন্যা শ্রেয়া পাণ্ডের নামে চার্জশিট দিল CBI

এদিকে আবার ইতিমধ্যেই এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় হাই কোর্টের রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে স্কুল সার্ভিস কমিশন। ২০১৬ সালের সম্পূর্ণ প্যানেল যদি বাতিল করা হয় তাহলে যোগ্য প্রার্থীরাও বঞ্চিত হবে। এর ফলে সামগ্রিকভাবে ক্ষতিগ্রস্ত হবে রাজ্যের শিক্ষা ব্যবস্থা, এমনটা মনে করছে শিক্ষা দফতর। তাই বুধবারই শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছে এসএসসি। আপাতত সুপ্রিম রায়ের দিকেই নজর সকলের।

Central Bureau of Investigation CBI SSC recruitment scam case

এদিকে আবার ডিআইদের তরফ থেকে রাজ্যের সরকারি বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের কাছে একটি ফর্ম পাঠানো হয়েছে। উচ্চ আদালতের নির্দেশ অনুসারে, কোন বিদ্যালয়ে কতজন শিক্ষক চাকরি হারাচ্ছেন, কোন বিষয়ের শিক্ষক সেই বিষয়ে বিশদে তথ্য চাওয়া হয়েছে। সকল জেলার ডিআইদের এই তথ্য জমা করার নির্দেশ দেওয়া হয়েছে। স্কুল শিক্ষা দফতরের তরফ থেকে তাই আগেভাগেই সেই তালিকা প্রস্তুতের কাজ শুরু করে দেওয়া হয়েছে।

Sneha Paul
Sneha Paul

স্নেহা পাল, যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে স্নাতকোত্তরের পর সাংবাদিকতা শুরু। বিগত প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর