‘ভাঁড়ারে টান, তাই ED-CBI কে লাগিয়ে রাজ্যের পকেটমারি করছে কেন্দ্র’, বাজেট পেশের দিনই বিস্ফোরক মমতা

বাংলা হান্ট ডেস্ক : তৃণমূলের জেলা সভাপতি গোরু পাচার কাণ্ডে (Cattle Smuggling Case) অভিযুক্ত হয়ে বিচার বিভাগীয় হেফাজতে। এদিন অনুব্রতর গড় বীরভূমে দাঁড়িয়ে কেন্দ্রীয় সংস্থার ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ইডি (ED), সিবিআই (CBI), এনআইকে (NIA) সামনে রেখে কেন্দ্রী সরকারের ষড়যন্ত্র নিয়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী।

মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, ‘সবাইকে ইনকাম ট্যাক্স ধরছে। সবাইকে ইডি ধরছে। যাকে পারছে সিবিআই ধরছে। যদি টিকটিকি আপনার ঘরে ঢোকে, তাহলে এনআইএ আপনার ঘরে ঢুকে যাচ্ছে। তাঁদের কাজ কী ? দেশের নিরাপত্তা রক্ষা করা, তা তো করছে না। দেশের নিরাপত্তা রক্ষা হওয়া উচিত বলে আমি মনে করি, এই কাজে আমি সমর্থন জানাই। সত্যিকারের চোর – ডাকাতের বিরুদ্ধে ব্যবস্থা নিলে আমার কোনও আপত্তি নেই।’

mamata

কেন্দ্রী সরকারকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, ‘কেন্দ্রের ভাঁড়ারে টান পড়েছে। অর্থাভাব মেটাতেই বিভিন্ন রাজ্যে কেন্দ্রীয় এজেন্সি ইডি বা আয়কর বিভাগকে কাজে লাগিয়ে তল্লাশি চালানো হচ্ছে। মুখ্যমন্ত্রী বলেন, ‘আমি শুনেছি, সারা ভারত জুড়ে তল্লাশি চলছে। কেন টাকা নেই বুঝি, লোকের পকেটমারি করতে হবে? লুটেরা পকেট মেরে পকেট ভর্তি করে, কেন্দ্রীয় ভাঁড়ারে জানবেন টাকা নেই।’

আজ কেন্দ্রীয় বাজেটে আয়কর ছাড় দিয়ে জনমোহিনী বাজেট তৈরির চেষ্টা করেছে বিজেপি সরকার। আর এদিনই কেন্দ্রীয় সরকারের ভাঁড়ার শূন্য হওয়ার অভিযোগ তুলে পালটা তোপ দাগলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দীর্ঘদিন রাজ্যের আর্থিক অনটন নিয়ে সমালোচনায় সরব হতে দেখা গিয়েছে রাজ্য বিজেপি নেতৃত্বকে। এবার সেই তির কেন্দ্রের দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

Avatar
Sudipto

সম্পর্কিত খবর