এই সপ্তাহে সাড়ে ৬ কোটি মানুষকে সুখবর দিতে চলেছে মোদী সরকার, করোনা কালে হবে পকেট গরম

বাংলা হান্ট ডেস্কঃ ইপিএফও (EPFO) গ্রাহকদের জন্য এবার দারুণ সুখবর দিতে চলেছে কেন্দ্রীয় সরকার (Modi government)। সরকারের তরফে জানানো হয়েছে, ২০২০ অর্থবর্ষে যে ৮.৫% সরকারি সুদ দেওয়ার কথা বলা হয়েছিল গত ৩১ ডিসেম্বর, সেই কাজ ইতিমধ্যেই শুরু করেছে কেন্দ্র সরকার। সরকারের দাবি অনুযায়ী, এর ফলে সুবিধা পাবেন প্রায় ৬.৫ কোটি কর্মী।

এ প্রসঙ্গে বলতে গিয়ে কেন্দ্রীয় শ্রমমন্ত্রী সন্তোষ গাঙ্গোয়ার বলেছেন, “আমরা বলেছিলাম যে ২০১৯-২০ অর্থবর্ষের জন্য ইপিএফওতে ৮.৫ শতাংশ সুদের হার দেওয়ার চেষ্টা করব আমরা। এই মর্মে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। গ্রাহকদের অ্যাকাউন্টে সরকারি সুদ পৌঁছে দেবার কাজও শুরু হয়ে গিয়েছে।”

বেশ কয়েকটি পদ্ধতি অনুসরণ করলে বাড়ি বসে আপনার প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের ব্যালেন্স চেক করতে পারবেন আপনিও। ইপিএফও তরফে ইতিমধ্যেই জারি করা হয়েছে একটি টোল ফ্রি নম্বর ০১১-২২৯০১৪০৬। এই নম্বরে আপনার ইপিএফও অ্যাকাউন্টের সঙ্গে রেজিস্টার্ড মোবাইল নাম্বার থেকে কল করলে কিছুক্ষণের মধ্যেই কলটি আপনা থেকেই ডিসকানেক্ট হয়ে যাবে। এরপর সেই নাম্বারে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স সম্পর্কিত তথ্য এসএমএসের মাধ্যমে পাঠিয়ে দেওয়া হবে।

সরাসরি এসএমএসের মাধ্যমেও প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টের ব্যালেন্স জানতে পারবেন আপনি। এর জন্য আপনাকে ইপিএফও দ্বারা জারি করা ৭৭৩৮২৯৯৮৯৯ নম্বরে EPFOHO UAN ENG লিখে এসএমএস পাঠাতে হবে। এরপর আপনার কাছে আপনার অ্যাকাউন্ট ব্যালেন্স সংক্রান্ত তথ্য এসএমএসের মাধ্যমে পাঠাবে সংস্থা। এছাড়া ইপিএফও পাসবুক পোর্টাল থেকেও ব্যালেন্স সংক্রান্ত তথ্য জানতে পারবেন আপনি।

Avatar
Abhirup Das

সম্পর্কিত খবর