চিনা শিবিরে ভারতযোগ,দু পক্ষের সম্পর্ক কী মজবুত করবে সীমান্ত রক্ষার দায়িত্ব!

বাংলা হান্ট ডেস্ক : চিন সীমান্তের নাথুলায় চিনের পিপলস লিবারেশন আর্মির (পিএলএ) প্রতিষ্ঠা দিবসে অংশ নিলেন ভারতীয় সেনাবাহিনীর অফিসারেরা।সেই অনুষ্ঠানের সাংস্কৃতিক ক্রিয়াকলাপে সীমান্তকে সুরক্ষিত রাখা, শান্তি বজায় রাখার অঙ্গীকার নিল ভারত ও চিনা বাহিনী একত্রে।

প্রসঙ্গত সিকিমের চিন সীমান্তে ডোকলাম অঞ্চলে দু’বছর আগে চিন ও ভারতের মধ্যে রীতিমতো উত্তেজনাময় পরিবেশ সৃষ্টি হয়। সেদিনের সেই পরিস্থিতিকে কেন্দ্র করে দেশের সেনাপ্রধান পর্যন্ত পরিস্থিতির গুরুত্ব বুঝে সীমান্তে ঘুরে গিয়েছিলেন।চিন সীমান্তের নাথুলায় চিনের পিপলস সম্প্রতি তাদের এই প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য ভারতীয় সেনাবাহিনীকে আমন্ত্রণ জানানো হয়।

চিনের এই আমন্ত্রণে সাড়া দিয়েছে উপস্থিত হয় ভারত এবং আলাপ আলোচনার মধ্যেই দুপক্ষ সীমান্ত রক্ষার ভার নেয়।। নাথুলার সঙ্গে সঙ্গে উত্তর সিকিমের কংরালা-তেও দুই বাহিনীর অফিসারেরা মিলিত হয়েছেন। ভারতের তরফে সেনার ব্রিগেডিয়ার পদমর্যাদার অফিসারেরা এ দিন চিনে গিয়েছিলেন।

সম্পর্কিত খবর