মাথায় রাখুন এই তিনটি কথা! কষ্টের দিনগুলো কেটে যাবে চোখের নিমেষেই, বলছেন স্বয়ং চাণক্য

বাংলাহান্ট ডেস্ক : আচার্য চাণক্য ছিলেন একাধারে চন্দ্রগুপ্ত মৌর্যের মহামন্ত্রী, অন্যদিকে ভারতীয় সমাজ ও সংস্কৃতির এক কিংবদন্তি পুরুষ। রাজনীতি, অর্থনীতি, সমাজ নীতি ও কূটনীতি বিষয়ে তার গভীর জ্ঞান ছিল। শুধু তাই নয়, মানুষের জীবনবোধ সম্পর্কেও তার প্রচুর অভিজ্ঞতা ছিল। তাই জীবনের দুঃসময়ে কী করা উচিত তাও তিনি বলে গিয়েছেন।

অনেক সময় আমরা খুব খারাপ সময়ের মধ্যে দিয়ে যাই। যে কারণে আমরা ভেঙে পড়ি, আত্মবিশ্বাস হারিয়ে ফেলি। চাণক্য তাঁর রচিত নীতি শাস্ত্রে দুঃসময়ের সময় নিজেকে কিভাবে সামলাবেন সেই বিষয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য উল্লেখ করেছেন। জীবনকে সাজিয়ে তুলতে গেলে চাণক্যের কিছু নীতি অবশ্যই মেনে চলতে হবে।

আরোও পড়ুন : অনুব্রতর জামিন নিয়ে এবার বড় খবর! জেলেই কী পুজো কাটবে? শেষমেশ যা জানা গেল….

আত্মবিশ্বাস কখনও হারাবেন না : সময় যদি ভালো নাও যায়, নিজের উপর বিশ্বাস রাখতে শিখুন। আত্মবিশ্বাস যেন কখনও কমে না যায়। যে কোন পরিস্থিতি সামলাতে আত্মবিশ্বাসই সব থেকে বেশি সাহায্য করে।

সম্পর্ক বুঝতে সাহায্য করে : চাণক্যের কথায়, নিজের খারাপ সময়েই মানুষ সবচেয়ে বেশি ভালো সম্পর্ক বুঝতে পারে। আপনার যদি খারাপ সময় চলে, তবে সুযোগসন্ধানীরা সবার আগে পাশ থেকে সরে যাবে। একমাত্র যেসব মানুষরা আপনার ভালো চান, খারাপ সময়ে তারাই শুধু আগলে রাখার চেষ্টা করবে।

18 06 2023 chanakya niti tips 1 23444961

ধৈর্য রাখুন : আচার্য চাণক্য বলেছেন, যতই সময় খারাপ থাকুক, কখনও ধৈর্য ধরে থাকুন। মনে আশা ও বিশ্বাস হারাবেন না। দুঃখ জীবনে কখনও স্থায়ী হয় না, একটা না একটা সময় মেঘ সরে যাবেই।

 

 

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর