শতহস্ত দূরে রাখুন এই ৭ ধরনের মানুষদের! নাহলে জীবনে বিপর্যয় নেমে আসতে বাধ্য; বলেছেন চাণক্য

বাংলাহান্ট ডেস্ক : আচার্য চাণক্যকে (Chanakya) বিশ্বের অন্যতম সেরা কূটনৈতিক ব্যক্তিত্ব হিসেবে বিবেচিত করা হয়। চাণক্যর নীতি (Chanakya Niti) আজও সমানভাবে জনপ্রিয় আমাদের কাছে। আচার্য চাণক্য তাঁর নীতি শাস্ত্রের বইতে বলে গেছেন মানুষের জীবনের বিভিন্ন দিক। অনেকেই আচার্য চাণক্যর নীতি অনুসরণ করে চলেন জীবনকে আরো সহজ করে তোলার জন্য।

চাণক্য তাঁর নীতিশাস্ত্রের বইতে এমন কিছু ধরনের ব্যক্তি সম্পর্কে আলোচনা করেছেন যাদের সংস্পর্শে থাকলে ক্ষতি অনিবার্য। এই ধরনের মানুষদের সংস্পর্শে থাকলে ক্ষতির সম্ভাবনা থাকে জীবনে।চাণক্য বলে গেছেন মূর্খ শিষ্যকে কখনোই উপদেশ দেওয়া উচিত নয়। মূর্খ শিষ্য পরোয়া করে না কাউকে। 

আরোও পড়ুন : এবছর কৃতকার্যদের হার অনেক বেশি! এখন মাধ্যমিকে কত পেলে পাস? জানুন নম্বর

তাই এই ধরনের মূর্খ শিষ্যদের অনুসরণ করে সময় নষ্ট করা উচিত নয়। সমস্যা ব্যাখ্যাকারী ব্যক্তিদের থেকে সর্বদা দূরে থাকা উচিত। এই ধরনের মানুষেরা সব সময় নেতিবাচক কথা বলে থাকেন। এই ধরনের মানুষদের সাথে মেলামেশা করলে মনের নেতিবাচক চিন্তা আসে। ঈর্ষান্বিত ও স্বার্থপর লোকেদের থেকে সর্বদা দূরে থাকা উচিত।

11 05 424273317chanakya nit3 1

এমনকি কঠিন পরিস্থিতিতেও এই ধরনের মানুষদের সাহায্য করা উচিত নয়। অহংকারী ও দুষ্ট ভাবাপণ্য মানুষদের থেকে দূরে থাকা উচিত। এই ধরনের মানুষদের থেকে কখনোই লাভবান হওয়া যায় না।যে ব্যক্তি দ্রুত রাগ করে তাদের থেকে দূরত্ব বজায় রাখা উচিত। রাগ হল মানুষের সব থেকে বড় শত্রু। তাই এই ধরনের মানুষদের সাথে মেলামেশা করলে দুর্বল হতে পারে জীবনযাত্রা।

Avatar
Soumita

আমি সৌমিতা। বিগত ৩ বছর ধরে কর্মরত ডিজিটাল সংবাদমাধ্যমে। রাজনীতি থেকে শুরু করে ভ্রমণ, ভাইরাল তথ্য থেকে শুরু করে বিনোদন, পাঠকের কাছে নির্ভুল খবর পৌঁছে দেওয়াই আমার একমাত্র লক্ষ্য।

সম্পর্কিত খবর