বাংলাহান্ট ডেস্ক: সদ্য স্বজনহারা হয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী (Chanchal Chowdhury)। নিজের বাবাকে হারিয়েছেন তিনি। দীর্ঘ অসুস্থতার পর গত ২৭ ডিসেম্বর প্রয়াত হন চঞ্চল চৌধুরীর বাবা রাধা গোবিন্দ চৌধুরী। নিজেদের গ্রামের বাড়ি পাবনায় বাবার শেষকৃত্য সম্পন্ন করেন অভিনেতা। তারপরেই মনের কষ্ট উজাড় করে দেন সোশ্যাল মিডিয়ায় একটি পোস্টে।
বার্ধক্যজনিত অসুখে ভুগছিলেন অভিনেতার বাবা। বয়স হয়েছিল ৯০ বছর। তার উপরে সেরিব্রাল অ্যাটাক হওয়ায় পরিস্থিতি আরোই সঙ্গীন হয়ে যায়। অনেকদিন ধরেই হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। চিকিৎসার কোনো ত্রুটি ছিল না। কিন্তু বিধির বিধান খণ্ডায় কে?
বাবাকে হারানোর পর সোশ্যাল মিডিয়ায় শুধু একটাই শব্দ লিখতে পেরেছিলেন অভিনেতা, ‘বাবা…’। বৃহস্পতিবার তাঁর পোস্টে উপচে পড়ল আবেগ। বাবাকে ঘিরে থাকা হাজারো স্মৃতি ভিড় করে এল অভিনেতার লেখায়। পড়ে চোখ ভিজল অনুরাগীদেরও।
চঞ্চল চৌধুরী লিখেছেন, ‘২৭ ডিসেম্বর রাতে,বাবা আমাদের সকলের মায়া মমতা ত্যাগ করে, ইহলোক ত্যাগ করে চলে গেল পরলোকে। গতকাল নিজগ্রাম কামারহাটের পদ্মাপাড়েই তাঁর শেষকৃত্য অনুষ্ঠানের মাধ্যমে বাবা মিশে গেলো এই গ্রামেরই আলো বাতাসে, পদ্মার জলে। সন্ধ্যায় ধর্মীয় আচার শেষে যখন নদীর পাড় থেকে বাড়ি ফিরলাম, তখন ভুলেই গেছিলাম যে,বাবাকেই তো নদীর পাড়ে রেখে এসেছি।’
সারা রাত ঘুমাতে পারেননি চঞ্চল চৌধুরী। সারা বাড়িতে এখনো বাবার অস্তিত্ব বড়ই প্রবল। অভিনেতার কথায়, ‘এই বুঝি কখন আমায় ডাক দিয়ে বলবে, ”চঞ্চল… বাবা ঘুমাইছো??” বাবার কোন কথা আর কোন দিন কানে বাঁজবে না, বাবাকে দেখতে পাবো না, এগুলো কোন ভাবেই মেনে নিতে পারছি না।’
নিজের লেখায় ‘কারাগার’ খ্যাত অভিনেতা জানান, তাঁর বাবার শালটা গায়ে দিয়ে যেখানে বাবা বসে রোদ পোহাতেন, সেখানেই বসে কথাগুলো লিখছেন। বাকি জীবনটা এভাবেই বাবার শরীরের কোমল উষ্ণতা খুঁজে ফিরবেন অভিনেতা চঞ্চল চৌধুরী।