দ্বিতীয় বিয়ে মামলায় বিপাকে চন্দনা, আদালতে আত্মসমর্পণ করবেন শালতোড়ার বিধায়ক

বাংলা হান্ট ডেস্কঃ বিগত কয়েকদিন ধরে চন্দনা বাউরিকে (Chandana Bauri) নিয়ে উত্তপ্ত বাঁকুড়ার রাজনীতি। বিজেপির সবথেকে দরিদ্র এবং জনপ্রিয় বিধায়কের বিরুদ্ধে তাঁরই গাড়ির চালক তথা বিজেপির কর্মী কৃষ্ণ কুণ্ডুকে সবার অগোচরে বিয়ে করার অভিযোগ উঠেছিল। যদিও, চন্দনা বাউরি তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছিলেন। পাশাপাশি তিনি এও বলেছিলেন যে, বিরোধীরা ওনার বদনাম করার জন্য ওনাকে নিয়ে কুৎসা রটাচ্ছে।

তবে এখন শোনা যাচ্ছে যে, তিনি এই মামলায় বৃহস্পতিবার জেলা আদালতে আত্মসমর্পণ করতে চলেছেন। বলে দিই, চন্দনা বাউরি নিজেও বিবাহিতা এবং ওনার বিরুদ্ধে দ্বিতীয় বিয়ের করার অভিযোগ কৃষ্ণ কুণ্ডুর প্রথম স্ত্রী রূম্পা কুণ্ডু থানায় দায়ের করেছিলেন। এরপর থেকে বিধায়ক চন্দনা বাউরিকে গ্রেফতার করার দাবি করে আসছেন রূম্পাদেবী।

চন্দনা বাউরির বিরুদ্ধে অভিযোগ উঠেছে যে, তিনি আগস্ট মাসের শেষের দিকে বিজেপির কর্মী কৃষ্ণ কুণ্ডুর সঙ্গে ঘর ছাড়েন এবং একটি মন্দিরে গিয়ে বিয়ে করেন। এরপর নিরাপত্তার খাতিরে বিধায়ক বাঁকুড়ার গঙ্গাজলঘাঁটি থানাতেও যান। যদিও, বিধায়ক দাবি করেছিলেন যে, একটি পারিবারিক বিবাদের জেরে তিনি থানায় গিয়েছিলেন।

অন্যদিকে এই খবর চাউর হতে কৃষ্ণ কুণ্ডুর প্রথম স্ত্রী রূম্পা দেবী এবং চন্দনা বাউরির প্রথম স্বামী শ্রাবণ বাউরি থানার দ্বারস্থ হন। দুজনের অভিযোগের ভিত্তিতে চন্দনা বাউরিকে থানাতেও ডেকে পাঠানো হয়। চন্দনার স্বামী শ্রাবণ সেই সময় বিধায়ককে বাড়ি ফিরিয়ে নিয়ে যান। আর এরপর থেকে চন্দনার দ্বিতীয় স্বামী বলে দাবি করা কৃষ্ণ কুণ্ডু অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন।

কৃষ্ণ কুণ্ডুর স্ত্রী দাবি করেছেন যে, তাঁর স্বামী মানসিক অবসাদে ভুগছেন আর এরজন্য দায়ী একমাত্র বিধায়ক চন্দনা বাউরি। পুলিশের কাছে রূম্পাদেবীর দায়ের করা অভিযোগের পর চন্দনা বাউরির উপর চাপ বাড়তে থাকে। আর সেই কারণেই গ্রেফতারি এড়াতে তিনি আদালতে আত্মসমর্পণ হওয়ার পরিকল্পনা নিয়েছেন বলে জানা যাচ্ছে। আইনজীবীদের মতে বিধায়ক চন্দনা বাউরির বিরুদ্ধে দায়ের কোনও মামলাই জামিন অযোগ্য নয়, আর এই কারণে তিনি সহজেই জামিন পেয়ে যাবেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর