“চন্দ্রযান- টু” এর “বিক্রম” সফলতার দোরগোড়ায়

 

অমিত সরকার: পৃথিবীপৃষ্ঠে বক্স অফিসে যখন “মঙ্গল যান” তার পুরোপুরি সফলতা পেয়ে গেছে তখন চন্দ্রযান ভারতের ইতিহাসে দাগ কাটার জন্য আরো একবার মুখে রয়েছে বিজ্ঞানের বক্স অফিসে তা কতটা দাগ কাটতে পারে সেটাই এখন দেখার।

বুধবার ভোররাতে দ্বিতীয় ডি অর্বিটিংয়ের মাধ্যমে চাঁদের একদম কাছাকাছি পৌঁছে গেল চন্দ্রযান-২-এর ল্যান্ডার।  বিজ্ঞানীদের পরিকল্পনামত সোমবার চন্দ্রযান-২  থেকে বিচ্ছিন্ন হয় ল্যান্ডার বিক্রম।

IMG 20190905 155711

তারপর অর্বিটার‌ সঙ্গে একই দূরত্বের কক্ষপথে প্রদক্ষিণ করছিল বিক্রম। মঙ্গলবার সকালে সেই কক্ষপথের দূরত্ব কমিয়ে চাঁদের দিকে একধাপ এগিয়ে যায় বিক্রম।
বুধবারের ম্যানুভারের মাধ্যমে আরও কমানো হল দূরত্ব। এই মুহূর্তে চাঁদকে ৩৫x১০১ কিলোমিটার দূরত্বের কক্ষপথে প্রদক্ষিণ করছে বিক্রম।চাঁদের দিকে দুই ধাপে বিক্রম এগিয়ে গেলেও নির্দিষ্ট কক্ষপথেই প্রদক্ষিণ করছে চন্দ্রযান-২-এর অর্বিটার। এটি বিক্রমের শেষ ম্যানুভার। আপাতত ল্যান্ডিংয়ের জন্য চন্দ্রপৃষ্ঠ স্ক্যান করবে বিক্রম।

 

সব কিছু ঠিক থাকলে ৭ সেপ্টেম্বর রাত ১টা ৩০ মিনিট থেকে ২টো ৩০ মিনিটের মধ্যে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ড করবে বিক্রম। সফ্ট ল্যান্ডিং এর মাধ্যমে চাঁদের বুকে অবতরণ করবে ভারতের দ্বিতীয় চন্দ্রযান।
রকেটের মাধ্যমে বিপরীতমুখী থ্রাস্ট তৈরি করে ধীরে ধীরে চাঁদের মাটি ছোঁবে চন্দ্রযান-২-এর ল্যান্ডার বিক্রম। এর পরেই পারিপার্শ্বিক পরিস্থিতি বিচার করে বিক্রমের ভিতর থেকে বেরিয়ে আসবে রোভার প্রজ্ঞান।

সম্পর্কিত খবর