‘এই বাজেটে সংরক্ষণ দেওয়া হয়নি, এটা জনবিরোধী বাজেট’: চন্দ্রশেখর রাবণ

সংরক্ষণ জাতি ভিত্তিক না হয়ে আর্থিক ভিত্তিক হয়ে উঠুক, এমন দাবি বহুবার উঠে। তবে রাজনীতির সাথে জুড়ে থাকা কিছু মানুষজন এটা চান না তা আবারও স্পষ্ট হয়ে উঠল। আসলে সোমবার দিন দেশের অর্থমন্ত্রী নির্মলা সিরারমন বাজেট পেশ করেছেন। কিন্তু এই বাজেটে চাকরির ক্ষেত্রে সংরক্ষণ দেওয়া হয়নি বলে প্রশ্ন তুললেন ভীম আর্মির প্রমুখ চন্দ্রশেখর রাবণ।

উনি বলেছেন, এই বাজেট পুরোপুরি জন বিরোধী বাজেট। কৃষি, শিক্ষা, স্বাস্থ্য সবক্ষেত্রে শুধুমাত্র জুমলাবাজি চলছে। রাবনের আরো দাবি, সরকারি কোম্পানিগুলিকে বেচে দেওয়ার ষড়যন্ত্র হচ্ছে যা খুবই বিপদজনক। চন্দ্রশেখরের দাবি, এই ষড়যন্ত্রের দরুন সবথেকে বেশি ক্ষতি বহুজনদের। কারণ এতে সংরক্ষণ শেষ হয়ে যাবে।

চন্দ্রশেখর রাবনের কথায়, হয় সরকার সংরক্ষণ দিক নতুবা বেসরকারিকরণ বন্ধ হোক। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন ২০২১-২২ এর বাজেট পেশ করেছেন। এই বাজেটের পর কংগ্রেসের সভাপতি রাহুল গান্ধী মোদী সরকারকে কড়া ভাষায় আক্রমন করেছেন। রাহুল গান্ধী বলেছেন, নরেন্দ্র মোদী সরকার কিছু ব্যবসায়ীদের মধ্যে ভারতের সম্পত্তি ভাগ করে দিতে চান।

IMG 20210202 150230

রাহুল গান্ধী বলেন, সরকার মানুষের হাতে টাকা দিতে ভুলে গেছে। মোদী সরকারের পরিকল্পনা হলো ভারতের সম্পত্তি তাদের বন্ধু পুঁজিপতিদের মধ্যে ভাগ করে দেওয়া।

রাহুল গান্ধীর পাশাপাশি কংগ্রেস পার্টির প্রবক্তা সুরজেবালা বাজেট প্রসঙ্গে মোদী সরকারের সমালোচনা করেছেন। উনি অর্থমন্ত্রী দ্বারা পেশ করা বাজেটকে ধোকা বলে কটাক্ষ করেছেন। উনি বলেছেন এই বাজেটের সারসংক্ষেপ ধোকা এটা চিটিংবাজি বাজেট।

সম্পর্কিত খবর