এবার বড় পরীক্ষা! পৃথিবীকে “টাটা” জানিয়ে আজকেই চাঁদের কক্ষপথে পৌঁছবে চন্দ্রযান-৩, সময় জানাল ISRO

বাংলা হান্ট ডেস্ক: বর্তমান সময়ে প্রত্যেক ভারতবাসীর নজর রয়েছে ISRO (Indian Space Research Organisation)-র চন্দ্রযান ৩-(Chandrayaan 3) মিশনের দিকে। আর সেই কারণেই এই মিশনের প্রতি মুহূর্তের আপডেট জানতে আগ্রহ প্ৰকাশ করছেন সকলে। জানিয়ে রাখি যে, ইতিমধ্যেই চন্দ্রযান-৩ পৃথিবী থেকে চাঁদের উদ্দেশ্যে তার দুই-তৃতীয়াংশেরও বেশি যাত্রা সম্পন্ন করেছে।

এমতাবস্থায়, শনিবার তথা আজকের দিনটি এই মিশনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ আজ সন্ধ্যে ৭ টায় চাঁদের কক্ষপথে পৌঁছে যাবে চন্দ্রযান-৩। এই প্রসঙ্গে ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার মতে, এই মহাকাশযান নিখুঁত রয়েছে এবং সবকিছু ঠিকঠাক কাজ করছে। এমতাবস্থায়, শনিবার সন্ধ্যে ৭ টা নাগাদ চাঁদের কক্ষপথে প্রবেশ করবে চন্দ্রযান-৩।

জানিয়ে রাখি যে, এই প্রক্রিয়াটিকে লুনার অরবিট ইনজেকশন (LOI) বলা হয়। এর আগে চন্দ্রযান-৩ পৃথিবীর কক্ষপথে পাঁচটি চক্কর দিয়েছে। যার মাধ্যমে মহাকাশযানটিকে পৃথিবী থেকে দূরে পাঠানো হয়েছে। এখন শনিবার থেকে এটি চাঁদকে প্রদক্ষিণ করতে করতে এর কাছাকাছি পৌঁছে যাবে। পাশাপাশি, অনুমান সঠিক থাকলে আগামী ২৩ অগাস্ট, চন্দ্রযান-৩ চাঁদের পৃষ্ঠে একটি সফট ল্যান্ডিং করবে বলেও জানা গিয়েছে।

চাঁদ থেকেচন্দ্রযান-৩ কত দূরে রয়েছে: ISRO অনুসারে, চন্দ্রযান-৩ গত শুক্রবার বিকেলের মধ্যে চাঁদে তার যাত্রার দুই-তৃতীয়াংশ সম্পন্ন করেছে। তার পরবর্তী পদক্ষেপ হল চাঁদের বাইরের কক্ষপথ। শনিবার সন্ধ্যেতে চন্দ্রযান-৩ চাঁদের বাইরের কক্ষপথে প্রবেশ করার পর এটি চাঁদকে প্রদক্ষিণ করতে শুরু করবে।

চন্দ্রযান ৩-র পরবর্তী লক্ষ্য: জানিয়ে রাখি যে, আগামী ১৮ দিনের জন্য, চন্দ্রযান-৩ ধীরে ধীরে চাঁদের দিকে একইভাবে এগিয়ে যাবে। এদিকে, চন্দ্রযান-৩ আগামী ২৩ অগাস্ট যে সফট ল্যান্ডিং করতে চলেছে সেটাই হল এই মিশনের অন্যতম বড় চ্যালেঞ্জ। সবকিছু সঠিকভাবে সম্পন্ন হলে নিজের কাজ শুরু করবে চন্দ্রযান।

এটির রোভার চাঁদের পৃষ্ঠের নমুনা নেওয়ার পাশাপাশি একাধিক পরীক্ষাও চালাবে। চন্দ্রযান-৩ সেখান থেকে সমস্ত তথ্য ও ছবি পাঠাবে ইসরোর বিজ্ঞানীদের কাছে। এই তথ্য বিশ্লেষণ করে চাঁদ সম্পর্কে বিস্তারিত তথ্য সংগ্রহের চেষ্টা করা হবে।

Sayak Panda
Sayak Panda

সায়ক পন্ডা, মেদিনীপুর কলেজ (অটোনমাস) থেকে মাস কমিউনিকেশন এবং সাংবাদিকতার পোস্ট গ্র্যাজুয়েট কোর্স করার পর শুরু নিয়মিত লেখালেখি। ২ বছরেরও বেশি সময় ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর