আইপিএল নিলাম গিয়ে বিতর্ক, মুম্বাইয়ের সর্বোচ্চ বিড সত্ত্বেও এই প্লেয়ারকে তুলে দেওয়া হলো দিল্লির হাতে

বাংলা হান্ট নিউজ ডেস্ক: সদ্য সমাপ্ত আইপিএল নিলাম ছিল একটি মহাযজ্ঞ। ২ দিনের মধ্যে ২০০ জনেরও বেশি খেলোয়াড়েকে এই নিলামে তোলা হয়েছিল। মেগা অকশনে প্লেয়ার কেনাকাটার জন্য অর্থের ঢেউ উপচে পড়েছিল৷ তবে এই আইপিএল নিলামের একটিই দুর্ভাগ্যজনক দিক ছিল। নিলামের জন্য নির্ধারিত সঞ্চালক হিউ এডমিডস ইভেন্টের প্রথম দিনে পোস্টুরাল হাইপোটেনশনের কারণে অজ্ঞান হয়ে পড়েন নিলামের মাঝে। তারপরে, প্রবীণ ক্রীড়া উপস্থাপক চারু শর্মা এসে হিউজের দায়িত্ব গ্রহণ করেন।

চারু শর্মার স্বতঃস্ফূর্ত আগমনে বিস্মিত হয়েছিল। তিনি ২ দিনের জন্য আইপিএল নিলাম ২০২২ পরিপূর্ণভাবে সঞ্চালনা করেছেন। চারু শর্মা পোডিয়ামকে এমন দক্ষভাবে সঞ্চালনা করেছিল যে, মনে হয়েছিল বিষয়টি তার কাছে কিছুই না। কিন্তু এর আগে তার এত বড় ইভেন্ট সঞ্চালনার কোনও অভিজ্ঞতা ছিল না। গোটা ইভেন্টে তিনি কেবল একটিই ভুল করেছিলেন।

সঞ্চালক চারু শর্মা নিলামে একবারই বিভ্রান্ত হয়ে পড়েন। তখন দিল্লি ক্যাপিটালস এবং মুম্বাই ইন্ডিয়ান্সের মধ্যে দড়ি টানাটানি চলছিল পেসার খলিল আহমেদ-কে নিয়ে। তিনি বলেছিলেন যে দিল্লি ক্যাপিটালস খলিল আহমেদের জন্য ৫.২৫ কোটি টাকা বিড করেছে যদিও তা সঠিক ছিল না কারণ সেই সময় মুম্বাই ইন্ডিয়ান্স খলিলের জন্য ৫.২৫ কোটি টাকা বিড করেছিল। দিল্লির বিডের পরিমাণ ছিল ৫ কোটি।

কিন্তু চারু ঘোষণা করেছিলেন যে দিল্লির হাকা দর হচ্ছে ৫.২৫ কোটি। মুম্বাই ইন্ডিয়ান্স সেই শুনে নিজেদের মধ্যে আলোচনা করে এবং তারপর বিড থেকে সরে আসে। অবশেষে. মুম্বাই ইন্ডিয়ান্স সর্বোচ্চ ৫.২৫ কোটি টাকার দর দেওয়া সত্ত্বেও খলিল আহমেদকে পেয়ে যায় দিল্লি ক্যাপিটালস।

Avatar
Reetabrata Deb

সম্পর্কিত খবর