মাথাভর্তি সিঁদুর, গা ভর্তি অলঙ্কার, মহিষাসুরমর্দিনী রূপে কোয়েলকে দেখে চোখ সরাতেই পারবেননা

বাংলা হান্ট ডেস্ক : বাঙালির কাছে এক আবেগের উৎসব হল ‘দূর্গাপুজা’। মানুষ দুনিয়ার যে প্রান্তেই থাকুক না কেন, পুজোর সময় মায়ের টানে বাড়ি ফিরবেই। পুজোর আগে আরও একটি গুরুত্বপূর্ণ দিন হল ‘মহালয়া’। এই দিন থেকেই পিতৃপক্ষের অবসান হয় এবং সূচনা হয় মাতৃপক্ষের। পাশাপাশি মহালয়ার অনুষ্ঠান-ও এক নস্টালজিয়ার জিনিস বটে।

এমনিতে বাঙালি এইদিনটা শুরু করে রেডিওতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের গলায় মহালয়া শুনে। তবে ইদানীং টিভির অনুষ্ঠান-ও ভালো নাম কুড়িয়েছে। কিছুদিন আগেই জানা গেছিল যে এ বার স্টার জলসার দুর্গা হচ্ছেন কোয়েল মল্লিক। এত দিন জোরকদমে চলছিল শুটিং। এবার প্রকাশ্যে এল মহিষাসুরমর্দিনী রূপে কোয়েলের প্রথম লুক।

মাথাভর্তি লাল টকটকে সিঁদুর, পরনে টুকটুকে লাল শাড়ি আর তার সাথে সোনার গহনা। খোলা চুলে যেন সাক্ষাৎ মা। সত্যি কথা বলতে, অভিনেত্রীর এমন অপরূপ রূপ দেখে মুখে কথা সরছেনা অনুরাগীদের। সম্প্রতি নতুন প্রোমো-ও রিলিজ করেছে চ্যানেল কর্তৃপক্ষ। আর সেই প্রোমোর কমেন্ট বক্স উপচে পড়েছে অনুরাগীদের ভিড়।

আরও পড়ুন : ‘ভারাত’ নামে কোনও দেশকে আমি চিনি না, দেশের নাম বদল নিয়ে তেলে বেগুনে জ্বলে উঠলেন কবির সুমন

screenshot 2023 09 08 13 51 45 76 1c337646f29875672b5a61192b9010f9

উল্লেখ্য, এর আগে সাল ২০১১ তে দূর্গারূপে হাজির হয়েছিলেন কোয়েল। এরপর লম্বা সময় পর আরও একবার মায়ের অবতারে নায়িকা। স্বাভাবিকভাবেই ভক্তরা এখন উত্তেজিত। যদিও নিন্দুকরা তো নিন্দা করতেই ব্যস্ত। কেউ কেউ তো আবার নায়িকার বয়স নিয়েও কটাক্ষ করেছেন। তবে সেই সমস্ত কটাক্ষকে এক ঝটকায় দূরে সরিয়ে দিয়েছে কোয়েলের এই স্নিগ্ধ মোহময়ী লুক।

আরও পড়ুন : হাতে কাজ নেই! বাধ্য হয়ে ইশা আম্বানির কাছে নিজের কোম্পানি বেচলেন আলিয়া

 

View this post on Instagram

 

A post shared by Star Jalsha (@starjalsha)

 

জানিয়ে রাখি, একদিকে স্টার জলসা যেখানে কোয়েলকে দূর্গা হিসেবে বেছে নিয়েছে অন্যদিকে তখন জি বাংলায় মা সাজছেন ‘জগদ্ধাত্রী’ অঙ্কিতা মল্লিক। সংশ্লিষ্ট চ্যানেলটিতে উমা সাজছেন দীতিপ্রিয়া রায়। নবাগতা নায়িকা দিব্যানি মন্ডলকে দেখা যেতে পারে মা লক্ষ্মীর চরিত্রে। সবে মিলিয়ে চলতি বছরের মহালয়া রীতিমত জমজমাট।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর