আম জনতার জন্য সুখবর! স্বস্তা হল পেট্রল-ডিজেল, জানুন আপনার শহরে রেট কত

বাংলা হান্ট ডেস্ক: অন্যান্য দিনের মতো আজও জ্বালানির দাম সংশোধন করা হয়েছে। দিনের শুরুতেই জ্বালানির নতুন দাম সম্পর্কে জানা গিয়েছে। জাতীয় স্তরে পেট্রোল (Petrol) এবং ডিজেলের (Diesel Fuel) দামের মধ্যে কোনো পরিবর্তন আসেনি। তবে দেশের বিভিন্ন রাজ্য এবং শহরে জ্বালানির দামে পরিবর্তন দেখা গিয়েছে। তাহলে চলুন দেখে নেওয়া যাক জ্বালানির নতুন দাম।

চার বড় শহরে পেট্রোলের দাম
দিল্লি – 94.72 টাকা।
মুম্বই – 104.21 টাকা।
কলকাতা – 103.94 টাকা।
চেন্নাই – 100.75 টাকা।

চার বড় শহরে ডিজেলের দাম
দিল্লি – 87.62 টাকা।
মুম্বই – 90.76 টাকা।
কলকাতা – 92.15 টাকা।
চেন্নাই – 92.34 টাকা।

এই সমস্ত শহরে পেট্রোল এবং ডিজেলের দাম বাড়া কমা হয়েছে :
আজ লখনউতে, প্রতি লিটার পেট্রোলের দাম 94.56 টাকা থেকে বেড়ে হয়েছে 94.79 টাকা এবং ডিজেলের দাম 87.66 টাকা বেড়ে হয়েছে 87.92 টাকা। প্রয়াগরাজে পেট্রোলের দাম 95.39 টাকা থেকে কমে হয়েছে 95.28 টাকা এবং ডিজেলের দাম 88.56 টাকা থেকে কমে নেমেছে 88.45 টাকাতে। নয়ডাতে পেট্রোলের দাম 94.72 টাকা থেকে কমে হয়েছে 94.66 টাকা এবং ডিজেলের দাম 87.83 টাকা থেকে কমে হয়েছে 87.76 টাকা।

ঘরে বসেই জেনে নিন জ্বালানির দাম
এবার বাড়িতে বসে ফোনে SMS করেই জানতে পেরে যাবেন পেট্রোল এবং ডিজেলের দাম কত। এজন্য তিন অপারেটরের তিন নিয়ম রয়েছে। ইন্ডিয়ান অয়েল গ্রাহকদের RSP এবং শহরের কোড লিখে এসএমএস করতে হবে 9224992249 নম্বরে। BPCL গ্রাহক দের RSP শহরের কোড লিখে SMS টি পাঠিয়ে দিতে হবে 9223112222 নম্বরে। HPCL গ্রাহকদের HPPprice এবং তাদের শহরের কোড লিখে ম্যাসেজটি পাঠিয়ে দিতে হবে 9222201122 নম্বরে।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর