“চেন্নাই ছেড়ে দিচ্ছে ধোনিকে” এই গুজবের কড়া জবাব দিল চেন্নাই টিম ম্যানেজমেন্ট।

বিশ্বকাপের সেমি ফাইনালে শেষবার দেশের জার্সি গায়ে মাঠে নেমেছিলেন প্রাপ্তন ভারত অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি। তারপর ক্রিকেট থেকে কিছুদিনের জন্য ছুটি নিলেও এখনও পর্যন্ত দেশের জার্সি গায়ে মাঠে নামেন নি ধোনি। এরফলে বিভিন্ন মহল থেকে প্রশ্ন উঠতে শুরু করে তাহলে কি দেশের জার্সি গায়ে আর মাঠে দেখা যাবে না ধোনিকে। অনেকে তো ধোনির অবসর প্রসঙ্গেও কথা বলতে শুরু করে দেন। যদিও ধোনির ঘনিষ্ঠ মহল দাবি করেছেন 2020 সালে টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ধোনির অবসরের কোনো সম্ভাবনা নেই। কিন্তু তাতেও কমছে না বিতর্ক। এরই মধ্যে আরেক সমালোচনা এসে যুক্ত হল। অনেকেই দাবি করছেন এবার আইপিএলে নাকি চেন্নাই দলে ধোনি খেলবেন না।

আগামী 19 শে ডিসেম্বর কলকাতায় বসতে চলেছে 2020 আইপিএল নিলাম। তারপরেই 20 ই মার্চ 2020 থেকে শুরু হচ্ছে আইপিএল। তার আগেই চেন্নাই সুপার কিংসের এক ভক্তের টুইটার ঘিরে তৈরি হয়েছে নতুন বিতর্ক। চেন্নাইয়ের সেই ভক্ত টুইটারে লিখেছেন এবার চেন্নাই ছেড়ে দিতে চলেছে মহেন্দ্র সিং ধোনিকে। তারপরেই স্যোসাল মিডিয়া জুড়ে শুরু হয়েছে গুঞ্জন।

23696859650bc90d6d055d01f97070055220b92aa

এই খবরের সত্যতা যাচাই করতে একের পর এক টুইট করতে থাকে চেন্নাই ভক্তরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মাঠে নামতে হয় চেন্নাই টিম ম্যানেজমেন্টকে। মজা করে চেন্নাই ফ্রাঞ্চাইজি একটি টুইট করে লিখেছে হ্যাঁ আমরা ছেড়ে দিচ্ছি তবে ধোনিকে নয়, যে এই রকম ভুল খবর ছড়িয়েছে তাকেই গুডবাই বলার সময় এসে গিয়েছে। উল্লেখ্য, ম্যাচ ফিক্সিং কাণ্ডে নাম জড়ানোয় দুই বছর নির্বাসিত হতে হয়েছে চেন্নাই সুপার কিংসকে।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর