ভাইয়ের মৃত্যু সামলে ধোনিকে আউট করে তারকা হয়ে গেলেন অটোচালকের ছেলে

বাংলা হান্ট ডেস্ক: চেতন সাকারিয়া। নামটা গত দু’দিনে বেশ পরিচিত হয়ে উঠেছে ভারতীয় ক্রিকেটপ্রেমীদের মনে। সৌজন্যে সেই আইপিএল। তবে ক্রিকেট খেলার শুরু থেকে মহেন্দ্র সিং ধোনিকে আউট করা পর্যন্ত সফর সহজ ছিল না তাঁর কাছে। চেতনের লাইমলাইটে পৌঁছনো আসলে, খিড়কি থেকে সিংহদুয়ার পৌঁছনোর গল্প।

চেন্নাই ম্যাচে অম্বাতি রায়াডু, সুরেশ রায়না ও মহেন্দ্র সিং ধোনিকে আউট করেছিলেন তিনি। তবে এই তিনজনের মধ্যে ধোনিকে আউট করার পরই তাঁকে নিয়ে বেশি আলোচনা হচ্ছে। বিশ্বকাপজয়ী অধিনায়ককে আউট করে আবেগপ্রবণ হয়ে পড়েছেন চেতনও। ম্যাচ শেষ হওয়ার পরে ক্যাপ্টেন কুল এর সঙ্গে দেখাও করেন তিনি। ধোনির সঙ্গে ছবি তুলতে পেরে অত্যন্ত আনন্দিত রাজস্থানের এই নয়া পেস বোলার।

চেতনের বাবা ছিলেন একজন অটোচালক। ক্রিকেট খেলায় যে পরিমাণ খরচ তা সামলানোর সামর্থ ছিল না চেতনের বাবার। তার মধ্যে পাঁচ বছর আগে একটি দুর্ঘটনার কবলে পড়েন চেতনের বাবা। তার পর থেকে পরিবারকে দেখাশোনার দায়িত্বে এসে পড়েছে চেতনের উপর। এর পরও চেতন কিন্তু ক্রিকেট খেলা ছাড়েননি। একটা সময় তাঁর কাছে ট্রেনিং করার জন্য জুতো পর্যন্ত ছিল না। সেই চেতনই আজ কোটিপতি।

চেতনের নাম নিয়ে হইচই কিন্তু হয়েছে এ বারের আইপিএল নিলামের সময় থেকেই। রাজস্থান রয়্যালস এই নবাগত পেসারকে এ বারে দলে নেয় ১.২০ কোটির বিনিময়ে। একজন আনক্যাপড, অনভিজ্ঞ খেলোয়াড়ের পিছনে এত টাকা খরচ নিয়ে যখন হইচই হয়েছে তখন নিশ্চুপ ছিলেন সিলেক্টররা। আসলে আইপিএলের প্রতিটি ফ্র্যাঞ্চাইজির থিঙ্কট্যাঙ্কেরই কিন্তু নজর থাকে দেশের বিভিন্ন প্রান্তে থাকা তরুণ প্রতিভাদের উপর। আর তাঁদের জহুরির চোখ যে রত্ন চিনতে ভুল করেনি, তা প্রমাণ হয়ে গেল।

Avatar
Udayan Biswas

সম্পর্কিত খবর