সন্তোষ মিত্র স্কোয়্যারে বিশাল আয়োজন! খাদ্য রসিক বাঙালির রসনাতৃপ্তি করতে আসছে ‘চেটে পুটে’ খাদ্যমেলা

বাংলাহান্ট ডেস্ক: শীতের মরসুমে জমিয়ে খাওয়া দাওয়া করতে কার না ভাল লাগে? শুধু তাই নয়, শীতকাল মানেই বিভিন্ন মেলারও আয়োজন করা। মিঠে রোদ গায়ে মেখে সকলের সঙ্গে মেলায় গিয়ে কেনাকাটা ও আড্ডা দেওয়া বাঙালির চিরাচরিত অভ্যাস। আর মেলা যদি হয় খাদ্যের, তাহলে তো আর কথাই নেই। তাই মধ্য কলকাতার ক্লাব সমন্বয় সমিতি আয়োজন করেছে একটি খাদ্য মেলার। 

খাদ্য রসিক বাঙালির রসনাতৃপ্তি করতে আগামী ১২ থেকে ১৫ জানুয়ারি সন্তোষ মিত্র স্কোয়্যারে আয়োজিত হচ্ছে ‘চেটে পুটে’ (Chete Pute Food Festival)। দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত একেবারে ‘চেটে পুটে’ বিভিন্ন জনপ্রিয় দোকানের খাবার উপভোগ করতে পারবেন। বলা হয়, কলকাতায় খাবার ও সঙ্গীত, এই দুইয়ের এমন চর্চা দেশের আর কোথাও হয় না। তাই খাদ্য ও সঙ্গীত যদি মিশে যায় একসঙ্গে, তাহলে তো আর কথাই নেই।

‘চেটে পুটে’-তে খাবারের পাশাপাশি থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও। তাই গরম গরম খাবার উপভোগ করার পাশাপাশি আপনি বাংলার অন্যতম সেরা সঙ্গীত শিল্পীদের গানও উপভোগ করতে পারবেন। উৎসবের মরসুম উপভোগ করতে এখানে একইসঙ্গে খাদ্য ও সঙ্গীতপ্রিয় মানুষ ভিড় জমাতেই পারবেন। শুধু তাই নয়, এই খাদ্য মেলায় থাকছে আরও চমক।

chete pute food fest

মেলায় অংশ নেওয়া মানুষের জন্য থাকছে বিভিন্ন উপভোগ্য খেলার ব্যবস্থাও। যাতে তাঁরা জিতে নিতে পারবেন আকর্ষণীয় পুরস্কার। অর্থাৎ ৪ দিন খাবার, আড্ডা, গান মিলিয়ে একেবারে জমাটি অনুষ্ঠান হতে চলেছে। পাশাপাশি, এই মেলায় আসবেন বিভিন্ন সেলিব্রিটিরাও। 

মানে বাঙালির প্রিয় টেলি ও টলি তারকাদের সঙ্গেও দেখা করার সুযোগ থাকছে ‘চেটে পুটে’-তে। শীতের সন্ধ্যায় দর্শকদের মাতিয়ে তুলতে আয়োজন করা হয়েছে একাধিক সঙ্গীত অনুষ্ঠানের। তাতে অংশ নেবেন নামী সঙ্গীত শিল্পীরা। তাই জিভ ও কানের তৃপ্তির জন্য যেতেই হচ্ছে আগামী ১২ থেকে ১৫ জানুয়ারির এই খাদ্য মেলায়। অনুষ্ঠানটি আয়োজন করছে মধ্য কলকাতা ক্লাব সমন্বয় সমিতি। বিশেষ উদ্যোক্তা হিসেবে নাম উঠে আসছে বিজেপির কাউন্সিলর সজল ঘোষের। 

Avatar
Subhraroop

সম্পর্কিত খবর