কাশ্মীরের ডাল লেকের ধারে পালিত হবে হিন্দুদের উৎসব, শুরু হল রেজিস্ট্রেশন

বাংলা হান্ট ডেস্কঃ আম আদমি পার্টি (AAP) এর বিক্ষুব্ধ বিধায়ক তথা দিল্লী সরকারের প্রাক্তন ক্যাবিনেট মন্ত্রী কপিল মিশ্রা আবারও শিরোনামে উঠে এলেন। কপিল মিশ্রা ঘোষণা করে বলেন যে, তিনি এবার কাশ্মীরের ডাল লেক এর ধারে হিন্দুদের পবিত্র উৎসব ‘ছট পুজা” পালন করবেন। আর এর জন্য কপিল মিশ্রা রেজিস্ট্রেশন ও শুরু করে দিয়েছেন। কপিল মিশ্রা সংবাদ মাধ্যমের সাথে কথা বলার সময় বলেন, ‘এবার কাশ্মীরের ডাল লেক এর ধারে ঐতিহাসিক ছট পুজার আয়োজন করা হবে। ডাল লেকের ধারে সূর্য দেবতাকে জল অর্পিত করা হবে।”

উনি আরও বলেন, ‘যেইদিন ডাল লেক এর ধারে ছট পুজা শুরু হবে, সেদিন থেকেই কাশ্মীরে আর কোন সমস্যা হবেনা। এখনো পর্যন্ত ৫১০ জন ছট পুজা করার জন্য রেজিস্ট্রেশন করে ফেলেছেন। আমি খুব শীঘ্রই এর জন্য জম্মু কাশ্মীরের রাজ্যপালের কাছে আবেদন করব।”

কপিল মিশ্রা কোন না কোন কারণে লাগাতার শিরোনামে থাকেন। কপিল মিশ্রা দিল্লীর করাবল নগর থেকে বিধায়ক। কিছুদিন আগেই দিল্লী বিধানসভার স্পীকার রামনিবাস গোয়েল কপিল মিশ্রাকে নোটিশ জারি করেছিলেন। আম আদমি পার্টির গ্রেটার কৈলাস এর বিধায়ক এবং দিল্লীর প্রাক্তন মন্ত্রী সৌরভ ভরদ্বাজ কপিল মিশ্রার বিরুদ্ধে নরেন্দ্র মোদীর হয়ে প্রচার করার অভিযোগ স্পীকারের কাছে করেছিলেন। আর এই জন্যই দিল্লী বিধানসভার স্পীকার কপিল মিশ্রার বিরুদ্ধে নোটিশ জারি করেছেন।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর