বাপ্পিদার মৃত্যুতে শোকাহত প্রধানমন্ত্রী, বঙ্গবিভূষণ দেওয়ার কথা স্মরণ করে দুঃখ প্রকাশ মুখ্যমন্ত্রীর

বাংলা হান্ট ডেস্কঃ বলিউডের বিখ্যাত গায়ক ও সঙ্গীতশিল্পী বাপ্পি লাহিড়ীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পিএম মোদি টুইট করে লিখেছেন, বাপ্পি লাহিড়ীর প্রাণবন্ত প্রকৃতির কথা সবাই মনে রাখবে। তার মৃত্যুতে আমি শোকাহত। বাপ্পি দা নামে পরিচিত বাপ্পি লাহিড়ী, দীর্ঘ অসুস্থতার পর রাত ১১টায় মুম্বাইয়ের ক্রিটি কেয়ার হাসপাতালে ৬৯ বছর বয়সে প্রয়াত হন।

প্রধানমন্ত্রী মোদী লেখেন, “শ্রী বাপ্পি লাহিড়ীর সঙ্গীত ছিল সর্বাঙ্গীণ। বিভিন্ন আবেগ সুন্দরভাবে প্রকাশ করতেন তিনি। প্রতিটি প্রজন্মের মানুষ তার গানের সঙ্গে মানিয়ে নিতে পারে। তার প্রাণবন্ত প্রকৃতি সবার মনে থাকবে। তার মৃত্যুতে আমি শোকাহত। তার পরিবার ও ভক্তদের প্রতি সমবেদনা। ওম শান্তি।”

পাশাপাশি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ লিখেছেন, “কিংবদন্তি গায়ক ও সুরকার বাপ্পী লাহিড়ীর মৃত্যুর খবর পেয়ে দুঃখিত। তাঁর মৃত্যু ভারতীয় সঙ্গীত জগতে এক বিশাল শূন্যতা সৃষ্টি করেছে। বাপ্পি দা তার বহুমুখী গান এবং প্রাণবন্ত প্রকৃতির জন্য স্মরণীয় হয়ে থাকবেন। তার পরিবার ও ভক্তদের প্রতি আমার সমবেদনা। শান্তি।”

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, ‘কিংবদন্তি গায়ক ও সুরকার বাপ্পী লাহিড়ীর অকাল প্রয়াণের খবর শুনে মর্মাহত। আমাদের উত্তরবঙ্গের একটি ছেলে, সে তার নিখুঁত প্রতিভা এবং কঠোর পরিশ্রমের দ্বারা সর্বভারতীয় খ্যাতি এবং সাফল্যে উন্নীত হয়েছে এবং তার সঙ্গীত অবদানের মাধ্যমে আমাদের গর্বিত করেছে।” তিনি আরও লেখেন, ‘আমরা তাকে আমাদের সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পুরষ্কার “বঙ্গবিভূষণ” প্রদান করেছি এবং প্রতিভাকে স্মরণ করতে থাকব। আমার আন্তরিক সমবেদনা।”

 

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর