‘অনুব্রতকে ভোলা যাবে না’, বীরভূমের কোর কমিটি থেকে বাদ কাজল, বড় ঘোষণা মমতার

বাংলা হান্ট ডেস্ক : শিয়রে লোকসভা ভোট (Lok Sabha Election)। তার আগে জোরসোর প্রস্তুতি শুরু করে দিয়েছে শাসকদল থেকে শুরু করে বিরোধী সকলেই। এসবের মাঝেই প্রকাশ্যে এল বীরভূমের (Birbhum) কমিটি সদস্যদের নাম‌। শোনা যাচ্ছে, ৫ সদস্যের এই কোর কমিটিতে জায়গা পেয়েছেন অনুব্রত (Anubrata Mondal) ঘনিষ্ঠরাই। সভানেত্রী মমতার (Mamata Banerjee) কথায়, জেল থেকে ফিরে এলেই নিজের জায়গা ফিরে পাবেন কেষ্ট।

সূত্রের খবর, ভোটের আগেই বাদ পড়লেন কাজল শেখ। মমতা ব্যানার্জির কথায়, ‘অনুব্রত মণ্ডলকে ভোলা যাবে না। ও সংগঠন দেখত। বিনা কারণে আটকে রেখেছে। একদিন তো ছাড়া পাবে। ফিরে এলে জায়গা ফেরত পাবে’। খবর মিলেছে, কাজল ঘোষকে নিয়ে নাকি বেশ অসন্তুষ্ট মমতা। একাধিকবার নাকি তাকে সতর্কও করা হয়েছে বলে খবর।

আপাতত শাসকদলের নজরে লোকসভা নির্বাচন। ভোট বৈতরণী পার করতে কর্মীসভা শুরু করে দিয়েছে তৃণমূল। এইদিন কালীঘাটে নিজের বাড়িতে অভিষেককে সঙ্গে নিয়ে জেলাওয়াড়ি বৈঠক শুরু করেছেন তৃণমূল নেত্রী। আজকেই ডাকা হয়েছিল, বীরভূমের বিধায়ক, পুরসভার চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, কোর সমিতির সভাধিপতি, সদস্যদের।

আরও পড়ুন : ২০ বছরেও পারলেন না! ক্ষমা চাইলেন মমতা, ‘রামাতঙ্ক’ বলে পাল্টা বেনজির তোপ শুভেন্দুর

আর এই বৈঠকেই নাকি কাজল শেখকে বাদ দেওয়ার কথা ঘোষণা করেছে শীর্ষ নেতৃত্ব। সূত্রের খবর, এবছর শান্তিনিকেতনে যে বৈঠক ডাকা হয় সেখানেই মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরাগভাজন হয়েছিলেন কাজল শেখ। মেলা আয়োজন নিয়ে যে বৈঠক ডাকা হয়েছিল সেখানে বৈঠক ছেড়ে বেরিয়ে গেছিলেন তিনি। এই বিষয়টা একেবারেই ভালো চোখে দেখেননি মমতা ব্যানার্জি।

আরও পড়ুন : এবার টার্গেট বড়? কেন্দ্রের কাছে CRPF কোম্পানি চেয়ে পাঠাল ED! রাজ্যজুড়ে তুঙ্গে জল্পনা

1676995557 kajal

এছাড়াও আরও নানা কারণে কাজল শেখকে সতর্ক করা হয়েছে বলে খবর। এই প্রসঙ্গে বীরভূমের সাংসদ শতাব্দী রায় বলেন, ‘ববিদা তো আছে। যেকোনও সমস্যা হলে, নেতারা ওর কাছে যেতে পারে, ববিদাকে বলতে পারে। ববিদা সমস্যা সমধান করবে। যেখানে যেখানে হয়তো বা কর্মীদের যদি দলগত অভিযোগ থাকে, দলকে জানানো এবং জেতানো’।

Moumita Mondal
Moumita Mondal

মৌমিতা মণ্ডল, গ্র্যাজুয়েশনের পর শুরু নিয়মিত লেখালেখি। বিগত ৩ বছরেরও বেশি সময় ধরে লেখালেখির সাথে যুক্ত। প্রায় ২ বছর ধরে বাংলা হান্ট-এর কনটেন্ট রাইটার হিসেবে নিযুক্ত।

সম্পর্কিত খবর