পায়ে চোট নিয়ে জেলা সফরে মুখ্যমন্ত্রী, জেনে নিন নন্দীগ্রাম দিবসে তৃণমূলের পুরো প্ল্যান

বাংলাহান্ট ডেস্কঃ নন্দীগ্রামে (Nandigram) গিয়ে পায়ে গুরুতর চোট পেয়েছিলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা বান্যার্জি (Mamata Banerjee)। তারপর হাসপাতাল, চিকিৎসক সবকিছু কাটিয়ে উঠে আজ ঐতিহাসিক নন্দীগ্রাম দিবস উপলক্ষে রাস্তায় নামতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পায়ে হেঁটে না যেতে পারলেও, হুইলচেয়ারে থেকেই মিছিলে নেতৃত্ব দেবেন তিনি, করবেন জেলা সফরও।

দীর্ঘ রাজনৈতিক জীবনে মমতা বান্যার্জি নানারকম সমস্যার সম্মুখীন হয়েও, আঘাত পেলেও কোনদিন তাঁকে হুইলচেয়ারে দেখা যায়নি। এই প্রথমবার তাঁকে হুইলচেয়ারে করেই রাজনৈতিক কর্মসূচিতে দেখা যাবে। মিছিলে অংশ নেওয়ার পর মূল্যবান বক্ততৃতাও রাখবেন বলে জানা গিয়েছে।

freepressjournal 2021 03 9a95da06 edd9 4567 88ac 365cfe580dfb 1203 20210312234l

নন্দীগ্রাম ঘটনার প্রতিবাদে দুপুর ৩ টে নাগাদ গান্ধী মূর্তির পাদদেশ থেকে হাজরা পর্যন্ত এক মহামিছিলের আয়োজন করেছে তৃণমূল। তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ কলকাতার সব প্রার্থী এবং তৃণমূলের কর্মী সমর্থকরাও থাকতে পারেন এই মিছিলে- এমনটা জানা গিয়েছে। মিছিল শেষে তিনি দুর্গাপুর যাবেন বলে খবর।

১৫ ই মার্চ পুরুলিয়ার বাঘমুন্ডি ও বলরামপুরে জনসভা রয়েছে মুখ্যমন্ত্রীর। সেই কারণে দুর্গাপুরে রাত্রিবাস করেই পুরুলিয়ার সভার উদ্দেশ্যে রওনা দেবেন মুখ্যমন্ত্রী মমতা বান্যার্জি। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরেও কর্মসূচী রয়েছে তাঁর।

সোমবার দুপুর দেড়টা নাগাদ প্রথমে বাঘমুন্ডি বিধানসভা কেন্দ্রের অন্তর্গত ঝালদা হাটতলায় জনসভা করবেন তৃণমূলনেত্রী। তারপর সেখান থেকে বিকেল ৩ টে নাগাদ বলরামপুর বিধানসভা কেন্দ্রের রথতলার কাছে মেসির মাঠে তিনি পরবর্তী জনসভা করবেন। চিকিৎসকদের কথা মত, যতটা চোট রয়েছে মুখ্যমন্ত্রীর তাতে কয়েক সপ্তাহ বিশ্রাম নেওয়ার প্রয়োজন ছিল তাঁর। কিন্তু কিছুটা ঝুঁকি নিয়েই প্রচার কার্যে অংশ নিতে প্রস্তুত তিনি।

Avatar
Smita Hari

সম্পর্কিত খবর