ব্রেকিং খবরঃ অবৈধ বালি খনন, আর্থিক তছরুপ মামলায় গ্রেফতার মুখ্যমন্ত্রীর ভাইপো

বাংলা হান্ট ডেস্কঃ কয়েক মাসের জন্য পাঞ্জাবের মুখ্যমন্ত্রী হওয়া চরণজিৎ চান্নিকে 2018 সালে নথিভুক্ত একটি মামলা এখন প্রচণ্ড যন্ত্রণা দিচ্ছে। বৃহস্পতিবার গভীর রাতে একটি আর্থিক তছরুপ মামলায় ED সিএম চান্নির ভাইপো ভূপিন্দর হানিকে গ্রেপ্তার করার পর পাঞ্জাবের রাজনীতি আবারও উত্তপ্ত হয়েছে। চান্নি যিনি কংগ্রেস থেকে পরবর্তী মুখ্যমন্ত্রী হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন, উনি এখন ব্যাকফুটে।

2018 সালে ক্যাপ্টেন অমরিন্দর সিং যখন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ছিলেন, তখন বেআইনি খনন মামলাটি সামনে এসেছিল। পাঞ্জাব পুলিশ এই বিষয়ে একটি মামলা দায়ের করেছিল এবং একটি চালান পেশ করেছিল। যদিও তখন ভূপিন্দর সিংয়ের নাম ছিল না। এফআইআর অনুসারে, এই মামলায় 26 জন অভিযুক্ত রয়েছে। এর সঙ্গে জড়িত ছয় ঠিকাদারের বিরুদ্ধে তদন্ত করছে ইডি। পাঞ্জাব পুলিশের নথিভুক্ত এফআইআর-র ভিত্তিতে ইডি একটি আর্থিক তছরুপের তদন্ত শুরু করেছে।

ইডি’র আধিকারিকদের মতে, মামলার প্রধান অভিযুক্ত কুদরতদীপ সিং দুই পরিচালক সন্দীপ সিং এবং ভূপিন্দর সিংকে নিয়ে নতুন কোম্পানি গঠন করেছিলেন। জিজ্ঞাসাবাদের পর ED ভূপিন্দর হানির কানেকশন পায় এবং 18 জানুয়ারী ED চণ্ডীগড়, লুধিয়ানা, মোহালি এবং ফতেহগড়ে হানির দশটি বিভিন্ন জায়গায় অভিযান চালায়। এনফোর্সমেন্ট ডিরেক্টরেট তাঁর আস্তানা থেকে 10.7 কোটি টাকার নগদ উদ্ধার করেছিল।

punjab 1643945425

পাঞ্জাব থেকে বেআইনি বালি তোলার অনেক অভিযোগ ছিল। মোহালি, রোপার, হোশিয়ারপুর এবং পাঠানকোট সহ 12 টি জেলা রয়েছে যেখানে অবৈধ খননের উপর ইডি-র বিশেষ নজর ছিল। বেআইনি বালি খননের বিষয়টিও পাঞ্জাব বিধানসভা নির্বাচনের একটি গুরুত্বপূর্ণ ইস্যু। এই ইস্যুতে আম আদমি পার্টি বারবার কংগ্রেস নেতৃত্বাধীন রাজ্য সরকারকে নিশানা করছে। গত বছরের ডিসেম্বরে, AAP অভিযোগ করেছিল যে সিএম চান্নির নির্বাচনী এলাকা চমকৌর সাহেবে বেআইনি বালি খনির সন্ধান পাওয়া গিয়েছে।

Avatar
Koushik Dutta

সম্পর্কিত খবর