‘Srivalli’ গানের স্টেপে পা মেলালো শিম্পাঞ্জি! আল্লু অর্জুনকে নকল করার ভাইরাল ভিডিও

   

বাংলা হান্ট ডেস্কঃ সোশ্যাল মিডিয়ায় একাধিক সময় আমরা বিভিন্ন পশু পাখিদের ভাইরাল ভিডিও দেখতে পাই। যেখানে বেশ কিছু ভিডিও আমাদের আশ্চর্য করে তোলে আবার কিছু ভিডিও বেশ মজাদার হয়। তবে সদ্য ভাইরাল হওয়া এই ভিডিওটি দেখে আপনারা এক মুহূর্তে যেমন অবাক হবেন, ঠিক পর মুহূর্তে হাসি থামাতে পারবেন না। কি রয়েছে সেই ভাইরাল ভিডিওতে, চলুন দেখে নেওয়া যাক।

আল্লু অর্জুন অভিনীত ‘পুষ্পা’ সিনেমাটি রিলিজ করার পর থেকেই বিশেষত এর গানগুলি ভাইরাল হতে থাকে। সর্বত্র প্রতিটি গানের নাচের স্টেপ বিশেষত ‘srivalli’ গানে দক্ষিণী অভিনেতার অসামান্য নাচের কৌশল নকল করতে থাকে অনেকেই। সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং হওয়ার পর থেকেই টলিউড থেকে বলিউড এবং খেলার জগত থেকে বিদেশের প্রচুর মানুষও এই নাচের স্রোতে গা ভাসাতে থাকে। আর এবার এক আশ্চর্যজনক ঘটনা ঘটলো, যেখানে দেখা যাচ্ছে একটি শিম্পাঞ্জি এই গানে নিজের পা মেলাচ্ছে এবং অসামান্য কায়দায় নকল করে চলেছে আল্লু অর্জুনকে।

‘dinesh_adhi’ নামক এক ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে ভিডিওটি পোস্ট হওয়ার সঙ্গে সঙ্গেই তা ভাইরাল হয়ে ওঠে। ভিডিওটিতে দেখা যাচ্ছে, এক শিম্পাঞ্জি পায়ের উপর ভর দিয়ে হেঁটে চলেছে। ঠিক সেই সময় হঠাৎ করে কোনো এক জায়গা থেকে ‘srivalli’ গানটি বেজে ওঠে এবং তৎক্ষণাৎ দেখা যায় সেই প্রাণীটি গানের লিরিক্স এর সঙ্গে নিজের পা মেলাচ্ছে। সে অবিকলভাবে নকল করে চলেছে দক্ষিণের পপুলার অভিনেতাকে।

 

View this post on Instagram

 

A post shared by Dinesh Sanu (@dinesh_adhi)

স্বভাবতই, বিশ্বের কোটি কোটি মানুষের পর শিম্পাঞ্জির মতো প্রাণীকেও এই গানের স্টেপে নাচতে দেখে আশ্চর্য হয়েছে সকল সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরা। ফলে লাইক এবং কমেন্ট করে ভিডিওটিতে নিজেদের ভালোবাসা উজাড় করে দিয়েছে তারা।

Avatar
Sayan Das

সম্পর্কিত খবর